ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

খাগড়াছড়িতে হাতকড়াসহ চিকিৎসাধীন আসামির পলাতক

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ০৭ মে ২০২০ , ১২:৪৯ পিএম


loading/img
ছবি সংগৃহীত

খাগড়াছড়িতে চিকিৎসাধীন এরাকো চাকমা নামে এক আসামি হাতকড়াসহ পালিয়েছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার ভোরে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ঘটনা ঘটেছে।

ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের চার সদস্যকে ক্লোজ করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গেল ছয় মে ভোরে জেলার পানছড়িতে জনৈক আব্দুর রহিম মিয়ার বাড়িতে চুরি করতে গিয়ে একই উপজেলার মানিক্কা পাড়ার বাসিন্দা আবোদা চাকমার ছেলে এরাকো চাকমা হাতেনাতে ধরা পড়ে। সময় জনতার গণধোলাইয়ে আহত হয় এরাকো চাকমা। তাকে পুলিশ প্রহরায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ বৃহস্পতিবার ভোরে এরাকো চাকমা হাতকড়াসহ পালিয়ে যান।

খাগড়াছড়ি পুলিশ সুপার আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান , পালিয়ে যাওয়ার আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। দায়িত্বে অবহেলার অভিযোগে দায়িত্বরত চার পুলিশ সদস্যকে আপাতত ক্লোজ করা হয়েছে। পরে তদন্ত করে বিধিগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |