ঘূর্ণিঝড় আম্পান বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে ঘূর্ণিঝড় আম্পান উপকূল অতিক্রমের পর আবহাওয়া অফিস সতর্ক সংকেত তিন নম্বরে নামিয়ে আনায় ক্রমে সচল হচ্ছে চট্টগ্রাম বন্দর।
বিষয়টি জানিয়েছেন বন্দর সচিব ওমর ফারুক। বহির্নোঙর থেকে কনটেইনার জাহাজ বন্দরের জেটিতে আনা হয়েছে। ইয়ার্ড ও জেটিতে কনটেইনার ডেলিভারিসহ স্বাভাবিক অপারেশন চলছে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা।
বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, আবহাওয়া অফিস সতর্ক সংকেত কমিয়ে দেওয়ায় বন্দরের নিজস্ব অ্যালার্ট তুলে নেওয়া হয়েছে। আম্পানের কারণে ছয় নম্বর সংকেত দেয়ার পর থেকেই বন্ধ ছিল বন্দরের কার্যক্রম।
জেবি