ঢাকাসোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

নোয়াখালীতে ত্রাণের দাবিতে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন

শুক্রবার, ২২ মে ২০২০ , ০১:৩৩ পিএম


loading/img
ছবি সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চার নম্বর বারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আনিসুর রহমানের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে ও ত্রাণের দাবিতে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ পালন করেছে স্থানীয় এলাকাবাসী।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীরা বলেন, চেয়ারম্যান আনিসুর রহমান নিজে স্বেচ্ছাচারিতা করে নিজের আত্মীয় স্বজন ও অনুগতদের মধ্যে ইউনিয়নের সকল সুযোগ সুবিধা দেন। ইউনিয়নের অন্যান্য ওয়ার্ড  এক নম্বর মকিল্যা,  দুই নম্বর রাজিবপুর, তিন নম্বর কৃষ্ণপুর এর সাধারণ মানুষ কোনও কিছুই পাচ্ছেন না।

গেল তিন মাস ধরে কর্মহীন মানুষগুলো সরকারের কোনও ত্রাণ সহায়তা পাননি তারা। এ ব্যাপারে কোনও কথা বলতে গেলে তাদের উপর চড়াও হয়ে তাদের ইউনিয়ন পরিষদ থেকেও বের করে দেওয়ার কথাও জানায় তারা। পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা থেকে নাম কেটে উনার বাড়ির পাশের লোকজনকে তালিকা ভুক্ত করেন বলে অভিযোগ করেন।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীরা বারগাঁও ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আনিসুর রহমানকে অপসারণ করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ভুক্তভোগীরা এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |