• ঢাকা শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১
logo

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা  

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৪ মে ২০২০, ১৬:১৭
Dhaka-Tangail-Bangabandhu bridge highway empty
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অনেকটাই ফাঁকা হয়ে গেছে। হাতে গোনা কিছু পণ্যবাহী ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল ছাড়া তেমন কোনও যানবাহন চোখে পড়ছেনা।

কমেছে ছোট ছোট যানবাহনের সংখ্যাও। নেই ঘরমুখো মানুষের তেমন চাপ।

সড়কের এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে কিছু যাত্রী মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসে সেতু পার হয়ে উত্তরাঞ্চলের দিকে যাচ্ছে। তবে তাদের গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে বেশিরভাগ লোকজন বাড়ি ফিরেনি। আর যাদের পরিবারের সঙ্গে ঈদ করার চিন্তা ছিলো তারা ইতিমধ্যে চলে এসেছে।

যার ফলে গেলো কয়েকদিন ছোট ছোট যানবাহনের সংখ্যা বেশি থাকলেও আজ মহাসড়ক অনেকটাই ফাঁকা রয়েছে।

এজে

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ সাজিদের ফাঁকা আসনে একগুচ্ছ ফুল
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীকে ফাঁকা রাস্তায় ফেলে যান নির্মাতা
কোটা আন্দোলনের প্রভাবে ঢাকা ফাঁকা
যানজটের নগরী ঢাকা এখন ফাঁকা