• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

জয়পুরহাটে গণিতে ফেল করায় আত্মহত্যা

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০১ জুন ২০২০, ১৩:২৯
sucide
ছবি সংগৃহীত

জয়পুরহাটের সদর উপজেলার পুরানাপৈল দস্তপুর গ্রামে চলতি বছরের এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে ফেল করায় আবু সাঈদ (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আবু সাঈদ পুরানাপৈল দস্তপুর গ্রামের সরোয়ার হোসেনের ছেলে এবং শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবার পর উত্তীর্ণ হতে না পেরে অভিমান করে বাড়ির সবার অগোচরে গ্যাসবড়ি (ইঁদুর মরার ঔষধ) খায়। একপর্যায়ে ব্যাপারটি পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করায়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতের দিকে তার মৃত্যু হয়।

শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুর রহমান বলেন, সাঈদ আমাকে মোবাইল করে বলে স্যার আমার রেজাল্ট পাওয়া যাচ্ছে না। শুধু জিপিএ আসছে পয়েন্ট আসছে না, তখন আমি তাকে বলি রেজাল্ট আমি তোমাকে জানাচ্ছি, পরে ত শুনি এ ঘটনা, শুনে মনটা খারাপ হয়ে গেল।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান আরটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
কেজি দরে বিক্রি হওয়া ভাস্কর্যটি মুক্তিযোদ্ধার নয়
রাবিতে প্রকাশনা জালিয়াতি করে পদোন্নতি, সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ
আইইউটির শিক্ষার্থী সাকিবের দাফন সম্পন্ন