ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ভোট শেষ, চলছে গণনা

আরটিভি অনলাইন রিপোর্ট, রাঙ্গামাটি

শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ , ০৫:৫৯ পিএম


loading/img

রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম বাঘাইছড়ি পৌরসভার ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এখন চলছে গণনা। নব গঠিত নির্বাচন কমিশনের অধীনে এটি প্রথম নির্বাচন।

বিজ্ঞাপন

শনিবার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়। চলে বিকেল ৪টায়।

শনিবার সকাল থেকে পৌর এলাকার কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন ভোটাররা। বুথ গুলোর সামনে সকাল থেকে ছিল নারী ও পুরুষের দীর্ঘ লাইন।

বিজ্ঞাপন

ভোর থেকে বাঘাইছড়ির কেন্দ্রগুলোতে ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক প্রহরা। কেন্দ্রের বাইরে বিজিবি ও  র‌্যাবকে টহল দিতে দেখা গেছে। এছাড়া ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়টি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।

প্রার্থীদেরও কারোই তেমন কোন অভিযোগ ছিলো না। শুধু ‘বহিরাগত’ বিতর্কে নৌকা এবং ধানের শীষের দু’প্রার্থীর একই সুরে অভিযোগ ছিল স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে। আর একই অভিযোগ নৌকার প্রার্থীর বিপক্ষে তুলেছেন স্বতন্ত্র প্রার্থী। আর শেষ বিকেলে বটতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ২-৩টি কেন্দ্রে জালভোট দেয়ার অভিযোগও পাওয়া গেছে।

বাঘাইছড়ি পৌর নির্বাচনে মোট ভোটার ১০ হাজার ১ ‘ ৭৭ জন। মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মো. জাফর আলী খান, বিএনপির প্রার্থী মো. ওমর আলী ও স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী লড়ছেন।

বিজ্ঞাপন

নির্বাচনী দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানিয়েছেন, শান্তিপূর্ণভাবেই ভোট শেষ হয়েছে। কোথাও তেমন কোন অভিযোগ ছিলো না।

বিজ্ঞাপন

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. নাজিম উদ্দিন বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ হয়েছে। কোনো প্রার্থী এখনো পর্যন্ত অভিযোগ করেনি।

এইচটি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |