• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

হাইওয়ে পুলিশের লিফলেট বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৩ জুন ২০২০, ১৩:২১
করোনা লিফলেট বাস
ছবি সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে গণপরিবহনের যাত্রীদের মধ্যে কোভিট-১৯ বা করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ করেছেন কুমিরা হাইওয়ে পুলিশের সদস্যরা।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. সাইদুল ইসলাম এই কার্যক্রম শুরু করেন। ইন্সপেক্টর মো. সাইদুল ইসলামের নেতৃত্বে ফাঁড়ির অন্যান্য সদস্যরা প্রচারণা চালান।

সময় যাত্রীদেরকে নিরাপদ দূরত্ব মেনে গাড়িতে বসানোসহ তাদের সুরক্ষা বিষয়ে দিক নির্দেশনাও প্রদান করেন তারা। কুমিরা ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম জানান, বেশ কিছুদিন পর গণপরিবহন চলতে শুরু করেছে।

যাত্রীদের সামাজিক দূরত্ব নিশ্চিতসহ সুরক্ষা নিয়ম মেনেই এসব চলার অনুমতি দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরাও উপস্থিত থেকে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।

গণপরিবহনে উঠে যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি এবং তারা যথাযথ সামাজিক দূরত্ব অন্যান্য সুরক্ষা মেনে চলাচল করছেন কিনা তা খতিয়ে দেখেছি। গাড়িচালক হেল্পাররাও যেন এসব বিষয়ে অবশ্যই সতর্ক থাকেন সে নির্দেশনা প্রদান করেছি। কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আশুলিয়ায় জুলাই ঘোষণাপত্রের লিফলেট বিতরণ
তরুণ প্রজন্মের ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: নৌপরিবহন উপদেষ্টা
যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত ১৫
১০০ টাকাও ঘুষ খেলে চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা