ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সিরাজগঞ্জে করোনায় নার্সিং কলেজের ছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ, আরটিভি অনলাইন

বুধবার, ১০ জুন ২০২০ , ০৩:৪০ পিএম


loading/img
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে তামান্না খাতুন (২০) নামে নার্সিং কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

তিনি এনায়েতপুর খাজা ইউনুস আলী নার্সিং কলেজের ছাত্রী ছিল।

এছাড়া গেল ২৪ ঘণ্টায় চিকিৎসকসহ ১৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১৬৬ তে দাঁড়ালো।

বিজ্ঞাপন

জানা যায়, এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে গতকাল মঙ্গলবার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তামান্না (২০) ভর্তি হন।

পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার তার রিপোর্ট পজিটিভ আসে।  এর আগেই  ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি পাবনার আটঘড়িয়ায়।

এ নিয়ে জেলায় তিনজনের মৃত্যু হলো। এছাড়া খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের দুইজন চিকিৎসকসহ নতুন করে জেলায় ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |