ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

মানিকগঞ্জে করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ, আরটিভি অনলাইন

শনিবার, ১৩ জুন ২০২০ , ০৪:৫৯ পিএম


loading/img
ছবি সংগৃহীত

মানিকগঞ্জে আরও একজন করোনা আক্রান্ত ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তির (বিজয় সরকার, ৪৫, পিতা মহেন্দ্র সরকার) বাড়ি ঢাকার ধামরাই এলাকায়। করোনা আক্রান্ত হওয়ার পর ওই ব্যক্তি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টায় মানিকগঞ্জ জেলা হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার সকালে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এদিকে, সন্ধ্যা সাতটার দিকে মানিকগঞ্জ জেলা হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান একজন। তার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চিলমারী এলাকায়। চাকরিসূত্রে তিনি মানিকগঞ্জে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন। তিনি সাত জুন বিকেল থেকে গতকাল শনিবার বিকেলে পর্যন্ত হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে ভর্তি ছিলেন। হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তার শরীরে উচ্চ মাত্রায় অক্সিজেনের প্রয়োজনে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

এছাড়া, আজ সকাল নয়টার দিকে জেলা হাসপাতালে আনার পর মায়া রাণী সূত্রধর (৫০) নামের একজনকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। তবে, তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তার বাড়ি জেলার সাটুরিয়া উপজেলার কৈট্টা এলাকায় জানান ডা. আরশ্বাদ উল্লাহ।

বিজ্ঞাপন

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত পাঁচ ব্যক্তি মারা গেলেন। তবে, সরকারী হিসেব অনুযায়ী চারজন। কেননা ধামরাই থেকে আসা নিহত ব্যক্তির করোনা শনাক্ত হয়েছিল নিজ এলাকায়।

গেল ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে নতুন করে আরও ১৭জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা হলো ৪০৪ জন। নতুন শনাক্তদের মধ্যে সাটুরিয়া উপজেলায় সাত জন, সিংগাইর উপজেলায় পাঁচজন, ঘিওর উপজেলায় তিনজন এবং মানিকগঞ্জ সদর উপজেলায় দুই জন রয়েছেন। আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জ সিভিল সার্জন  কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রফিকুন নাহার বন্যা।

তিনি বলেন, আজ সকালে ১৩৮টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এর মধ্যে ১৭টির পজিটিভ এবং ১১টির নেগেটিভ এসেছে। এ পর্যন্ত মোট চার হাজার ১০৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছিল। এর মধ্যে তিন হাজার ৮৫৫টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেছে ৪০৪জনের দেহে। এদের  মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১১২ জন, সিংগাইর ও সাটুরিয়া উপজেলায় রয়েছেন ৮১জন করে, ঘিওর উপজেলায় রয়েছেন ৫৫ জন, হরিরামপুর উপজেলায় ৩৩, শিবালয় উপজেলায় ২৭ জন ও দৌলতপুর উপজেলায় রয়েছেন ১১জন।

বিজ্ঞাপন

আক্রান্তদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৮জন এবং নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ২৫৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১১৫ জন এবং মারা গেছেন  চারজন।

বিজ্ঞাপন

জেবি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |