ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আশুলিয়ায় ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১৬ জুন ২০২০ , ১১:০২ এএম


loading/img
ছবি সংগৃহীত

আশুলিয়ায় সাততলা ভবনের ছাদ থেকে পড়ে ইসরাফিল (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার সাজেদুর রহমানের সাততলা বাড়ির নিচে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ৷

নিহত ইসরাফিল (১৫) বাইপাইল শান্তিনগর এলাকার মো. মামুনের ছেলে। সে স্থানীয় জেএল মডেল স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার সাততলা একটি বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে ইসরাফিলের মৃত্যুর খবর পায় পরিবারের সদস্যরা। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ছাদ থেকে পড়ে গিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |