নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে লোহাগড়া অগ্রণী ব্যাংকের ম্যানেজারসহ ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ঘটনায় লোহাগড়া অগ্রণী ব্যাংক শাখা লকডাউন করে দিয়েছে প্রশাসন।
আজ বুধবার জেলা সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন করে জেলায় আরও দু’জনের করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন লোহাগড়া অগ্রণী ব্যাংকের ম্যানেজার হাসান তারেক মজনু ও ডালিম বেগম নামের এক নারী। তারা বর্তমানে নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
এদিকে, ব্যাংকের ম্যানেজার করোনা আক্রান্ত হওয়ায় ওই ব্যাংকের শাখাকে লকডাউন করে দিয়েছে প্রশাসন। এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র।
প্রসঙ্গত, এ পর্যন্ত ৬৭ জন করোনা আক্রান্তের মধ্যে ২৩ জন সুস্থ হয়ে গেছেন। আর মারা গেছেন দুইজন।
এজে