• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

শরীয়তপুরে অফিস কক্ষে মাদক সেবন, সাংবাদিককে মারধর

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধি, আরটিভি অনলাইন

  ১৯ জুন ২০২০, ১২:০৩
Drug use in office room in Shariatpur, journalist beaten
ছবি সংগৃহীত

শরীয়তপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান মৃদুলের অফিস কক্ষে মাদকসেবনের দৃশ্য ধারণ করায় লাঞ্ছিত করা য়েছে দুই টিভি সাংবাদিককে।

গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান মৃদুলের অফিস ক্ষে ঘটনা টে। ঘটনায় জেলার শীর্ষ কর্মকর্তাদের অবহিত রে পালং ডেল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

লাঞ্ছনার শিকার সাংবাদিকরা লেন, শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, এটিএন বাংলা এটিএন নিউজ এবং বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ এবং যুগ্ন সম্পাদক গাজি টিভির প্রতিনিধি মো. মানিক মোল্লা। লাঞ্ছিত করার ঘটনায় সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা তিবাদ জানানো য়েছে।

রোকনুজ্জামান পারভেজ বলেন, শরীয়তপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি নির্মাণাধীন কাজের ইস্টিমেট চেয়ে নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান মৃদুলকে ফোন দেওয়া হয়। এরপর বিকেলে তিনি অফিসে য়েছেনব লে সাংবাদিক মানিক মোল্লাকে ফোন দেন। রে পাঁচটার দিকে শরীয়তপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে আমরা যাই। গিয়ে দুইতলায় উঠে নির্বাহী প্রকৌশলী অফিস ক্ষে ঢুকেই সিগারেট খেতে দেখি। রে ভেতরেই গাঁজার গন্ধ পাই। সময় আমার ঙ্গে থাকা গাজি টিভির সাংবাদিক মনিক মোল্লা ওই মাদকসেবনের দৃশ্য ক্যামেরায় ধার করার চেষ্টা রে। তখন নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান মৃদুল উত্তেজিত য়ে আমাদের মারপিট করার চেষ্টা রে এবং নিচের গেইট আটকে দেন। ওই সময় ঘটনাটি জেলার শীর্ষ কর্মকর্তা সাংবাদিকদের মুঠোফোনে জানানোর চেষ্টা রেন। কিছু সময় পর মোবাইল ক্যামেরা ছিনিয়ে নিয়ে যান। ঘটনায় মামলা করার জন্য থানায় অভিযোগ রেছেন এই সিনিয়র সাংবাদিক।

পালং ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন বলেন, সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করার একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়