করোনা উপসর্গ নিয়ে বুধবার ভোর চারটায় চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল বারেক(৫৫) মৃত্যুবরণ করেছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার রাত ১১টায় তাকে গুরুতর অবস্থায় ২৫০ শয্যা চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করেন।
রাতে তার পরিবারের লোকজন ঢাকা নিয়ে গেলে পথেই তিনি মারা যান। পারিবারিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন। এর তিনদিন পূর্বে করোনা উপসর্গ জ্বর,শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের হিসাবরক্ষণ কার্যালয়ের কর্মচারীর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
জেবি