ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

লালমনিরহাটে বিপুল পরিমাণ ওষুধসহ স্বামী-স্ত্রী আটক

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট, আরটিভি অনলাইন

বুধবার, ২৪ জুন ২০২০ , ১১:০৮ এএম


loading/img
ছবি সংগৃহীত

লালমনিরহাটে বিপুল পরিমাণ সরকারি  ওষুধ ও মেডিকেল সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে লালমনিরহাট শহরের ড্রাইভারপাড়া  এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে পুলিশ এসব সরকারি মালামাল উদ্ধার করে।

বিজ্ঞাপন

এ সময় বাসার মালিক আবদুর রাজ্জাক  রেজা ও তার স্ত্রী নিলুফার ইয়াসমিনকে  আটক করে। উদ্ধার হওয়া এসব সরকারী  ওষুধ সদর হাসপাতালসহ লালমনিরহাটের ৫ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের  ও সিভিল সার্জন অফিসের স্টোর রুম থেকে পাচার করে এ বাসায়  রাখা হয়েছে বলে আটক দম্পতি সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা গেছে , দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট এসব সরকারি ওষুধ সুকৌশলে পাচার করে বাইরে বিক্রি করে আসছেন। উদ্ধারকৃত মেডিকেল সরঞ্জামাদিও মধ্যে রয়েছে ওজন মাপার মেশিন,ডায়াবেটিস চেকআপ মেশিন, মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার, প্রেশার মাপার মেশিন রয়েছে । এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: লালমনিরহাটে দেড় হাজার হেক্টর জমির ফসল নষ্ট

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |