দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত পত্রে এ কমিটি বিলুপ্ত করা হয়।
সেখানে বলা হয়েছে, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সঙ্গে গ্রামীণ শালিস বৈঠক নিয়ে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি বিরোধে জড়িয়ে পড়েন। এ ঘটনার জের ধরে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ও তার ছেলের নামে দ্রুত বিচার আইনে একটি মামলা দয়ের করেন। পরে তাদের গ্রেপ্তারের দাবীতে বৃহস্পতিবার হাজারও নেতা-কর্মীর উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ করেন।
বিষয়টি নিয়ে আরটিভি নিউজসহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। এরপরই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এর আগে করোনাভাইরাসে সংক্রমণ ঠেকাতে সরকার সবধরনের রাজনৈতিক ও সামাজিক সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন। কিন্তু এরই মধ্যে গত বৃহস্পতিবার (২৫ জুন) সিরাজগঞ্জের বেলকুচিতে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে বিক্ষোভ ও সমাবেশ করেন যুবলীগ।
এজে