সিলেটে শাহজালাল (রহ.)-এর ওরস এবার হচ্ছে না
সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের বার্ষিক পবিত্র ওরস মোবারক এবার হচ্ছে না।
আজ মঙ্গলবার বিকেলে দরগাহ-ই হযরত শাহজালাল মর্জরদে ইয়ামনী (রহ.) এর মোতাওয়াল্লী ফতেহ উল্লাহ আল আমান এ তথ্য জানান।
৭০০ বছরের ইতিহাসে এই প্রথম মহামারির কারণে ওরস মোবারক আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হচ্ছে না বলে জানান তিনি।
লিখিত বক্তব্যে ফতেহ উল্লাহ আল আমান বলেন, করোনাভাইরাস এর সামাজিক সংক্রমণ বৃদ্ধির কারণে বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। দেশে প্রতিদিন সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। ফলে এবছর ১১ ও ১২ জুলাই দুইদিনব্যাপী হযরত শাহজালাল (রহ.) এর ৭০১তম ওরস অন্যান্য বছরের মতো উদযাপিত হবে না। তাই ওরসের নির্ধারিত দিন মাজারে ভক্ত ও আশেকানদের ভিড় না করার অনুরোধ জানান মোতাওয়াল্লি। পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে দোয়া ও ওরস মোবারকে শরীক হওয়ার কথা বলা হয়।
এসএস
মন্তব্য করুন