পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে গতকাল বৃহস্পতিবার বিকেলে ট্রাক্টরের চাপায় তার মৃত্যু হয়।
নিহত সিদ্দিকুর রহমানের (৩২) নামে ওই যুবকের বাড়ি সদর উপজেলার ধাক্কামাড়া ইউনিয়নের ফকিরাহাট এলাকার বেংহারি গ্রামে।
সে ওই গ্রামের সামিজউদ্দিন এর ছেলে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে সাদ্দিকুর রহমান মোটরসাইকেল চালিয়ে স্ত্রী-সন্তান নিয়ে নিজ বাড়িতে ফিরছিল।
পথিমধ্যে ধাক্কামাড়া ইউনিয়নের যতনপুকুরি গ্রামের পানিয়া মার্কেট এলাকায় ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে নিজেই রাস্তায় পড়ে যায়। এ সময় ট্রাক্টরটি তাকে চাপা দিলে মাথায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হুমায়রা মৃত ঘোষণা করে।
জেবি