সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া গুলমোড়ে চাল ব্যবসায়ী আমিনুল মন্ডলের বাড়ি থেকে শুক্রবার ভিজিডির ২৮ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৮টার দিকে গুলমোড়ে চাল ব্যবসায়ী আমিনুল মন্ডলের বাড়ি থেকে নাটুয়াপাড়া থানা পুলিশ ২৮ বস্তা ভিজিডি ও খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধার করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আমিনুল পালিয়ে যায়।
নাটুয়াপাড়া থানার ইনচার্জ গৌতম কুমার মালী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনা হবে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দকী বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পি