ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বগুড়া-১ ও যশোর -৬ আসনের ভোট গ্রহণ শুরু

আরটিভি নিউজ ডেস্ক

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ , ০৯:৩৩ এএম


loading/img
ছবি সংগৃহীত

বগুড়া-১  ও যশোর-৬ আসানের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। করোনা মহামারির মধ্যে ভোটগ্রহণ করায় মানতে হবে স্বাস্থ্যবিধি। মাস্ক না পরলে কাউকে ভোট দিতে দেওয়া হবে না।

বগুড়া-১ আসন:

বিজ্ঞাপন

মনোনয়নপত্র বাছাইয়ের পর আসনটির উপ-নির্বাচনের বৈধ ছয় প্রার্থীকে প্রতীক বরাদ্দ করেছিলেন রিটার্নিং কর্মকর্তরা। প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী  সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের সহধর্মিণী সাহাদারা মান্নান (নৌকা), বিএনপির একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ), জাতীয় পার্টির মোকছেদুল আলম (লাঙ্গল), প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. রনি (বাঘ), বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম (বটগাছ) ও স্বতন্ত্র ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (ট্রাক)।

এ নির্বাচনে মোট তিন লাখ ১৭ হাজার ৫৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

যশোর-৬ আসন:

বিজ্ঞাপন

এ আসনে বৈধ তিন প্রার্থী প্রতীক পেয়েছিলেন। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদারকে (নৌকা), বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ (ধানের শীষ) ও জাতীয় পার্টির প্রার্থী হাবিবুর রহমান হাবিব (লাঙ্গল)

 এ আসনে দুই লাখ চার হাজার ৩৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

জেবি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |