জয়পুরহাটে আসামি ধরতে নদীতে ঝাঁপ, র্যাব কর্মকর্তার মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদকের আসামি ধরতে ঝাঁপ দিয়ে ছোট যমুনা নদীতে ডুবে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সহকারী পরিদর্শক কর্পোরাল সাহেদুজ্জামানের (৩৬) মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটেছে। মৃত সাহেদুজ্জামান দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার টেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই দিন বিকেলে পাঁচবিবির বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীর পাশে মাদক সেবীদের ধরতে যায় র্যাবের সহকারী পরিদর্শক (এসআই) কর্পোরাল সাহেদুজ্জামানসহ কয়েকজন সদস্য।
এ সময় র্যাব সদস্যদের দেখে মাদকসেবীরা পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করলে মাদকসেবীরা নদীতে ঝাঁপ দেয়। সাহেদুজ্জামানও তাদের ধরতে নদীতে ঝাঁপ দেয়। পরে অন্য র্যাব সদস্যরা সাহেদুজ্জামানকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর নদীতে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে পাঁচবিবির মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদ হোসেন জানান, র্যাবের সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
এজে
মন্তব্য করুন