ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ছেলের মৃত্যুর ৬ মাস পর চিকিৎসার টাকা দিলো সমাজসেবা অধিদপ্তর

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৯ জুলাই ২০২০ , ০৭:৩০ পিএম


loading/img
নড়াইল

নড়াইলের কালিয়ার দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছেলের মৃত্যুর ৬ মাস পর সমাজ সেবা অধিদপ্তরে চিকিৎসা সহায়তার অনুদানের চেক পেয়েছেন এক হতভাগ্য পিতা রাজ্জাক বিশ্বাস। তার বাড়ি উপজেলার পেড়লী গ্রামে।

বিজ্ঞাপন

রোববার সকালে উপজেলা সমাজ সেবা কর্মকর্তার নিকট থেকে তিনি ৫০ হাজার টাকার অনুদানের চেকটি গ্রহণ করেছেন।

অনুদানের চেকটি গ্রহণ করে রাজ্জাক বিশ্বাস বলেন, তার ছেলে রমজান বিশ্বাস (১২) ক্যান্সারে আক্রান্ত হলে  চিকিৎসার জন্য তিনি অর্থ সংকট পড়েন। নড়াইল সমাজ সেবা অধিদপ্তরে ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেয়ে আবেদন করেন। 

বিজ্ঞাপন

সমাজ সেবা অধিদপ্তরের কর্তাব্যক্তিরা তার আবেদনে সাড়া দিয়ে রমজানের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা সহায়তা বরাদ্দ দিলেও জীবদ্দশায় সে টাকা তিনি পাননি। গত বছর ২২ ডিসেম্বর সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

তিনি আরও বলেন, ছেলের চিকিৎসা করতে গিয়ে তাকে অনেক ধার-দেনা করতে হয়েছে। সরকারি অনুদানের টাকা পাওয়ায় তার পরিবারের অনেক কষ্ট লাঘব হবে।

---------------------------------------------------------------
আরও পড়ুন: ব্লক ধ্বসে আমতলী পৌরসভা হুমকির মুখে
---------------------------------------------------------------

বিজ্ঞাপন

এ বিষয় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘এধরনের সহায়তার টাকা বরাদ্দ দিতে সরকারি নিয়ম অনুযায়ী নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কিছুটা সময় লেগে গেছে। তাই তার অবর্তমানে তার বাবার নিকটই চেকটি হস্তান্তর করা হয়েছে।’

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |