ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ , ০৮:৫৩ এএম


loading/img
ফাইল ছবি

টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ বৃহস্পতিবার থেকে আবারও বঙ্গোপসাগরে মাছ ধরা শুরু হয়েছে। এতে জেলে পল্লিগুলোতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরছে। এদিন কমপক্ষে প্রায় সাত হাজার মাছ ধরার নৌকা সকাল থেকে সাগরে নামা শুরু করেছে।

বিজ্ঞাপন

এর আগে গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের জন্য বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। এ নিষেধাজ্ঞা শেষ হয় বুধবার মধ্যরাতে। এর কারণ ছিল বঙ্গোপসাগরে মাছসহ মূল্যবান প্রাণীজ সম্পদের ভাণ্ডার সুরক্ষা করা।

মাছ ধরার ব্যাপারে শহরের কুতুবদিয়া পাড়ার জেলে মো. আলী আকবর জানান, করোনার কারণে লকডাউনে পড়ে এমনিতেই জেলেদের দুর্দিন যাচ্ছিল। এমন পরিস্থিতিতে চলে আসে সাগরে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা। যে কারণে এ বছর জেলেদের খুবই মানবেতর দিন কেটেছে।

বিজ্ঞাপন

তবে, নিষেধাজ্ঞা কেটে যাওয়ায় আমাদের রুটি-রুজির পথ খুলেছে। যে কারণে জেলে পল্লিগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

বোট মালিক সমিতি জানায়, সাগরে মাছ ধরা বড় নৌকায় ৩০ থেকে ৪০ জন এবং ছোট নৌকায় ৫ থেকে ১৭ জন জেলে থাকে। আবার কক্সবাজার শহরতলীর দরিয়ানগর ঘাটের ইঞ্জিনবিহীন ককশিটের বোটে থাকে মাত্র ২ জন জেলে। ট্রলারগুলোর মধ্যে ইলিশ জালের বোটগুলো গভীর বঙ্গোপসাগরে এবং বিহিন্দি জালের বোটগুলো উপকূলের কাছাকাছি মাছ ধরে।

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |