• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জুলাই ২০২০, ০৮:৫৩
After a 65-day government ban, fishing in the sea began
ফাইল ছবি

টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ বৃহস্পতিবার থেকে আবারও বঙ্গোপসাগরে মাছ ধরা শুরু হয়েছে। এতে জেলে পল্লিগুলোতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরছে। এদিন কমপক্ষে প্রায় সাত হাজার মাছ ধরার নৌকা সকাল থেকে সাগরে নামা শুরু করেছে।

এর আগে গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের জন্য বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। এ নিষেধাজ্ঞা শেষ হয় বুধবার মধ্যরাতে। এর কারণ ছিল বঙ্গোপসাগরে মাছসহ মূল্যবান প্রাণীজ সম্পদের ভাণ্ডার সুরক্ষা করা।

মাছ ধরার ব্যাপারে শহরের কুতুবদিয়া পাড়ার জেলে মো. আলী আকবর জানান, করোনার কারণে লকডাউনে পড়ে এমনিতেই জেলেদের দুর্দিন যাচ্ছিল। এমন পরিস্থিতিতে চলে আসে সাগরে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা। যে কারণে এ বছর জেলেদের খুবই মানবেতর দিন কেটেছে।

তবে, নিষেধাজ্ঞা কেটে যাওয়ায় আমাদের রুটি-রুজির পথ খুলেছে। যে কারণে জেলে পল্লিগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

বোট মালিক সমিতি জানায়, সাগরে মাছ ধরা বড় নৌকায় ৩০ থেকে ৪০ জন এবং ছোট নৌকায় ৫ থেকে ১৭ জন জেলে থাকে। আবার কক্সবাজার শহরতলীর দরিয়ানগর ঘাটের ইঞ্জিনবিহীন ককশিটের বোটে থাকে মাত্র ২ জন জেলে। ট্রলারগুলোর মধ্যে ইলিশ জালের বোটগুলো গভীর বঙ্গোপসাগরে এবং বিহিন্দি জালের বোটগুলো উপকূলের কাছাকাছি মাছ ধরে।

এজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গোপসাগরে মাছ ধরার ৭ ট্রলার ডুবি, নিখোঁজ অনেকে
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি, ৩০ জলদস্যু গ্রেপ্তার