• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

কিশোরগঞ্জে নকল সিল ও জাল দলিলসহ আটক ১

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জুলাই ২০২০, ১৪:২৩
1 arrested in Kishoreganj with fake seals and forged documents
প্রতীকী ছবি

কিশোরগঞ্জে ভূমি সংক্রান্ত জাল দলিল ও কিশোরগঞ্জ জেলার সাব-রেজিস্ট্রি অফিসের বিভিন্ন কর্মকর্তাদের নকল সিল, জেলা জজকোর্টের নকল খানার নকল সিলসহ জালিয়াতি চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪ সিপিসি-২।

বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে শোলাকিয়া গাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে জাকির খান নামের ওই প্রতারককে আটক করে র‌্যাব সদস্যরা। তিনি জেলার তাড়াইল উপজেলার বাসিন্দা।

র‌্যাব কোম্পানি কমান্ডার এম শোভন খান জানান, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে নকল সিল তৈরি করে কিশোরগঞ্জ সদর থানা ও আশপাশ এলাকায় জালিয়াতি ও প্রতারণা করে ব্যবসা করছে- এমন গোপন সংবাদে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় জাকির খানের নিকট থেকে ৬৭টি নকল সিল জব্দ করা হয়।

এছাড়াও তার নিকট থেকে তারই হাতের লেখা নকল দলিলসহ পাকিস্তান আমলের নকল স্ট্যাম্প এবং বিপুল পরিমাণের ভুয়া পর্চা, নকল খতিয়ান ও ভুয়া দলিল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারণার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়