• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ জুলাই ২০২০, ১১:০২
Nasimon
ছবি সংগৃহীত

পঞ্চগড়ে নসিমনের ধাক্কায় মহসীন আলী (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আম-কাঠাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মহসীনের বাড়ি জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ছোট কামাত গ্রামে। সে ওই গ্রামের মোকছেদ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহসীন মোটরসাইকেলে করে বাড়ি থেকে পঞ্চগড় শহরের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে হাফিজাবাদ-পঞ্চগড় সড়কের আম-কাঁঠাল নামক এলাকায় কাঠবোঝাই একটি নসিমন তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. উম্মে হুমায়রা মাথায় ও কানে গুরুতর আঘাত পাওয়ায় তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ নসিমনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুলার আগুনে দগ্ধ হয়ে প্রাণ গেল শিক্ষিকার 
সিলেটে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু
অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে ডাক্তারি করে যাচ্ছেন: ডা. রফিক
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীর মৃত্যু