ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

টাঙ্গাইলে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ জুলাই ২০২০ , ১১:১৭ এএম


loading/img
ছবি সংগৃহীত

টাঙ্গাইলে জাল নোট এবং জাল টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই লাখ ৭৭ হাজার ৫০০ জাল টাকা উদ্ধার করা হয়।  

বিজ্ঞাপন

বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বাসাইল উপজেলার কাশিল বটতলা গ্রামের রবি মিয়ার ছেলে আকাশ মাহমুদ হারেজ, কাশিল পশ্চিমপাড়া গ্রামের মৃত আজমত খার ছেলে আয়নাল খান ও নাকাছিম গ্রামের বানিজ মিয়ার ছেলে রায়হান মিয়া।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলনে জানান, গোপন সূত্রে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি দল মঙ্গলবার রাতে সদর উপজেলার করটিয়া পূর্বপাড়ায় অভিযান চালায়। সেখানে সোনা মিয়ার বাসার দ্বিতীয় তলা থেকে ভাড়াটিয়া তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই লাখ ৭৭ হাজার ৫০০ টাকা জাল টাকা, জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, প্রিন্টার, ইস্ত্রি, পেপার কাটারসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, কুরবানির পশুর হাট চালানোর জন্য তারা জাল টাকার নোট তৈরি করছিল। পরে বুধবার রাতে গোয়েন্দা পুলিশের উপপরিদশক মো. নুরুজ্জামান বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় এদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, গ্রেপ্তারকৃত তিনজনকে বৃহস্পতিবার টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

 জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |