নাব্য সংকটে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। চলতি নভেম্বর মাসের ১ তারিখ শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ৩৭ ঘণ্টা ও ৮ তারিখ শুক্রবার রাত ১১টা থেকে শুক্রবার ৬১ ঘণ্টা ২০ মিনিট এই নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আরিচা অ্যাপ্রোচ চ্যানেলে নাব্য সংকটের কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।
বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ম্যানেজার আবু আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, এপ্রোচ চ্যানেলে নাব্যতা সংকটের কারণে শনিবার সন্ধ্যা ৬টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ আছে। আমরা ফেরি নিয়ে বসে আছি, বিআইডব্লিউটিএ উপযোগী করে দিলেই আমরা ফেরি চলাচল স্বাভাবিক করতে পারবো।
আরটিভি/এএএ