মানিকগঞ্জের ঘিওরে গলায় লিচুর বিচি আটকে শ্বাসরোধে আবদুল মজিদ মিয়া (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) উপজেলার বড়টিয়া ইউনিয়নের কলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মজিদ মিয়া ওই গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে।
তিনি বড়টিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়টিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম রওশন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতা মজিদ মিয়া বিকেলে বাড়িতে লিচু খাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। পরে তাকে দ্রুত শিবালয় উপজেলা পরিষদ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ সময় গলায় লিচুর বিচি আটকানোর কারণে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন বলেও জানান তিনি।