• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
যে কারণে পুলিশের ভাইভা দিতে এসে গ্রেপ্তার হলেন ৩ প্রার্থী
নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় নিখোঁজের দুদিন পর ধলেশ্বরী নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার ধলেশ্বরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  নিহত রুবেল মিয়া (৩৫) ধামরাই উপজেলার ফোর্ডনগর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন। নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম জানান, গত ৬ নভেম্বর মধ্যরাতে একটি ফোনকল পেয়ে রুবেল মিয়া বাড়ি থেকে বেরিয়ে যান এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জাহাঙ্গীর বলেন, নিখোঁজের দুদিন পর শুক্রবার সকালে ধলেশ্বরী নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেন। রুবেলের স্ত্রী আঞ্জুয়ারা মরদেহ শনাক্ত করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আরটিভি/এমকে
মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে বাবা-মেয়ে দুজনই নিখোঁজ
মানিকগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন
৬ ঘণ্টায় কুকুর-বিড়াল-শিয়ালের কামড়ে মানিকগঞ্জে আহত ৭৫
‘উপজেলা পরিষদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে হবে’
মানিকগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে কৃষকের মাঝে পাওয়ার টিলার বিতরণ
মানিকগঞ্জে মার্কেন্টাইল ব্যাংক পিএসসির উদ্যোগে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় একজন কৃষককে  বিনামূল্যে একটি পাওয়ার টিলার দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন ব্যাংকটির মানিকগঞ্জ শাখা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃষক এরশাদ আলীর হাতে পাওয়ার টিলার তুলে দেন ব্যাংকটির পরিচালক এম আমানুল্লাহ।  আরও পড়ুন : চট্টগ্রামের পটিয়ায় নির্বাচনী প্রচারের সময় দুজনকে ছুরিকাঘাত   এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক অর্ধেন্দু সেন, ধানমন্ডি সানিডেল স্কুলের চেয়ারম্যান ড. তানভীর আহমেদ খান, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন খান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ প্রমুখ। বিনামূল্যে পাওয়ার টিলার পেয়ে খুশি কৃষক এরশাদ আলী। ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। আরও পড়ুন : কাশিমপুর কারাগারে বন্দি নারী হাজতির মৃত্যু   ব্যাংকের পরিচালক এম আমানুল্লাহ বলেন, সিএসআর ফান্ডের আওতায় সারাদেশে ব্যাংকের ১৫১টি শাখার মাধ্যমে বিনামূল্যে কৃষকদের মাঝে দুই হাজার পাওয়ার টিলার বিতরণ করা হবে।