• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় মিলেছে
জাহাজ নির্মাণকাজে বাংলাদেশি শ্রমিকদের সক্ষমতা বেড়েছে: নৌপরিবহন উপদেষ্টা
জাহাজ নির্মাণকাজে বাংলাদেশি শ্রমিকদের সক্ষমতা অনেক বেড়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এখন এ খাতের শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নয়ানগরে থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডে বিআইডব্লিউটিসির বিভিন্ন ধরনের নৌযানের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এম সাখাওয়াত বলেন, এই শিপইয়ার্ডে আমাদের ১৮টি নৌযানের নির্মাণকাজ চলছে। আমি এসেছিলাম সর্বশেষ কী অবস্থা তা দেখার জন্য। কাজের অগ্রগতি সন্তোষজনক। আগামী বছরের মার্চ থেকে আমরা নৌযানগুলো বুঝে পাবো। ডিসেম্বর মাস নাগাদ সবগুলো নৌযান বুঝিয়ে দেওয়ার দরকার। উপস্থিত সাংবাদিকরা মেঘনা নদীতে অবৈধ বালুমহাল বন্ধে তার হস্তক্ষেপ কামনা করলে তিনি বলেন, ‘আমার মন্ত্রণালয় শুধু হাইড্রোগ্রাফিক সার্ভের কাজ করে। বালুমহাল ইজারা দেয় জেলা প্রশাসন। অবৈধ বালুমহালের ব্যাপারে আপনারা তাদের সঙ্গে কথা বলতে পারেন।’ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআইডবিউটিসির চেয়ারম্যান সঞ্জয় কুমার বণিক, বিআইডবিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডবিউটিসির প্রকল্প ও প্রধান প্রকৌশলী পরিচালক জিয়াউল ইসলাম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনুর আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ প্রমুখ। আরটিভি/এআর/এস
খাল থেকে প্রবাসীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ঝুট ব্যবসার দখল নিয়ে গজারিয়ায় বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ
হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
ডোবায় মিলল অজগর, অতঃপর... 
মুন্সীগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি, ৭ সদস্য গ্রেপ্তার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৪৭ লাখ টাকা এবং স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।  তিনি বলেন, ‘গত ২৩ অক্টোবর রামপ্রসাদ হালদার নামে ভুক্তভোগী এক স্বর্ণ ব্যবসায়ী যাত্রীবাহী বাসে ঢাকা থেকে বান্দুরা ফিরছিলেন। সিরাজদিখানের মরিচা এলাকায় পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পুলিশ পরিচয়ে বাসে উঠে তাকে জিম্মি করে। এরপর তারা ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।’ পুলিশ সুপার বলেন, ‘মামলা দায়েরের পর পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় ১২ দিন পর অভিযানে নামে এবং মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জন ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৭ লাখ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।’ তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা জানান, তারা বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে একাধিক ডাকাতির ঘটনা ঘটিয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে। আইনগত প্রক্রিয়া শেষে ডাকাতদের আদালতে প্রেরণ করা হবে।’ আরটিভি/এমকে
মালয়েশিয়ায় নিহত ৩ রেমিট্যান্স যোদ্ধাকে মুন্সীগঞ্জে দাফন
মালয়েশিয়ায় আগুনে পুড়ে প্রাণ হারানো মুন্সীগঞ্জের তিন রেমিট্যান্স যোদ্ধার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জে পৌরসভার রমজানবেগ এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়। পরে রমজানবেগ দক্ষিণ পাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয় তাদের। এর আগে শনিবার রাতে মরদেহ দেশে পৌঁছায়।  নিহতরা হলেন,  মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রমজানবেগ গ্রামের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী (৪২), একই এলাকার আবুল কাশেমের ছেলে আবু তাহের (৩২) ও মহিউদ্দিনের ছেলে সালাম (২৪)। তিন রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবারের আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। উল্লেখ্য, গত ১০ অক্টোবর মালয়েশিয়ার জোহর রাজ্যের শিল্প এলাকায় একাধিক রাসায়নিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩ জন। আরটিভি/এএএ/এআর
দেশে ধর্মচর্চায় কোনো বাধা থাকবে না: শিল্প উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আমরা চেষ্টা করছি প্রত্যেকটি ধর্মের নাগরিক বাংলাদেশে যেন স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারে। কোনো বাধা থাকবে না, বাধা থাকলে সেগুলো আমরা সরিয়ে দেব। তারা নিজেদের ধর্ম নিজেরা পালন করবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার আছে এবং সেই অধিকার প্রতিপালিত হতে হবে, এতে কোনো বাধা থাকবে না। শনিবার (১২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ সদরের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, যারা সব সময় দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত থাকে, অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সঙ্গে যুক্ত তারাই পূজায় কিছু জায়গায় বিশৃঙ্খলা ঘটিয়েছে। তিনি আরও বলেন, মুন্সীগঞ্জে সুষ্ঠুভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আশা করি সারা দেশে এই ধারা অব্যাহত থাকবে। কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, তবে আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের আইনের আওতায় এনেছে, সেখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। যেন সবাই ধর্ম পালন করতে পারে, হিন্দু ভাই-বোনরা যেন পূজা নির্বিঘ্নে করতে পারে সেই নিশ্চয়তা কার্যকর করার জন্য এসেছি। এ সময় তার সঙ্গে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সংস্কার কমিশনের সদস্য নাসিরউদ্দিন এলান, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি গোলজার হোসেন, পূজা উদযাপন পরিষদের নেতাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আরটিভি/আইএম-টি
পূজায় প্রশাসন আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার পূজায় প্রশাসন আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করছে। শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের সিরাজদিখান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জেলার শ্রীনগর উপজেলার দুটি মন্দির পরিদর্শন করেন। জাহাঙ্গীর আলম বলেন, এবার পূজায় সরকার ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আগে ২ থেকে ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) ফাতেমা তুল জান্নাত, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান প্রমুখ। আরটিভি/এএএ/এসএ
আড়িয়ল বিলে মিলল নিথর মরদেহ
মুন্সীগঞ্জের শ্রীনগরে মত্তগ্রাম এলাকায় আবদুর রহিম দেওয়ান (৫৫) নামে এক নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ২০ ঘণ্টার ব্যবধানে তিনজনের মরদেহ উদ্ধার করা হলো শ্রীনগরে।  বুধবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ওসি মো. ইয়াসিন মুন্সী। জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মত্তগ্রাম এলাকায় আবদুর রহিম দেওয়ান (৫৫) নৌকা নিয়ে কচুরিপানা সংগ্রহ করতে আড়িয়ল বিলে যান। এরপর তিনি আর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। এর ৬ ঘণ্টা পর আবদুর রহিম দেওয়ানের মরদেহ বিলে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা সেটি উদ্ধার করেন। তবে তার পরিবারের দাবি, তিনি মৃগী রোগী ছিলেন। একই দিন দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার ব্রোজের পাড়া এলাকায় রানা আহমেদ (২৫) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। রানার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। তিনি ব্রিজের পাড়ার রোমান শেখের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। এ ছাড়া এর আগের দিন সোমবার (৭) সন্ধ্যায় পাটাভোগ ইউনিয়নের কামার খোলা এলাকা থেকে দিপু কাজী (২৪) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার দ্বীন ইসলাম কাজীর ছেলে। এ দুই মৃত্যুর ঘটনায় তারা আত্মহত্যা করেছেন বলে দাবি তাদের পরিবারের সদস্যদের। এ বিষয়ে শ্রীনগর থানার ওসি মো. ইয়াসিন মুন্সী বলেন, ‘তিনটি মরদেহই ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ আরটিভি/এমকে-টি
মুন্সীগঞ্জে দিনমজুর হত্যায় সাবেক ২ এমপির বিরুদ্ধে মামলা
মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দিনমজুর সজল মোল্লা (৩০) হত্যার ঘটনায় সাবেক ২ এমপিসহ ৪৫১ জনকে আসামি করে ফের একটি মামলা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন। মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ মহিউদ্দিন, তার ছেলে মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মো. ফয়সাল বিপ্লবসহ ৩০১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। উল্লেখযোগ্য আসামিরা হলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিস উজ্জামান, তার দুই ছেলে আক্তার উজ্জামান রাজিব ও জালাল উদ্দিন রুমি রাজন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহানা তাহমিনা, শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম নোবেল, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসাইন সাগর, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি নিবির আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মৃধা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল কবির মাস্টার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া প্রমুখ। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান। গত ৪ আগস্ট জেলা শহরের সুপার মার্কেট এলাকায় আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে রিয়াজুল ফরাজী (৩৮), ডিপজল (১৯) ও মো. সজল (৩০) নিহত হন। গুলিবিদ্ধ হন শতাধিক। নিহতদের সবার বাড়ি শহরের উত্তর ইসলামপুর এলাকায়। এদের মধ্যে রিয়াজুল ফরাজী ও ডিপজল নিহতের ঘটনায় আলাদা আলাদা মামলা হয়েছে। আজ সজলের পরিবারের পক্ষ থেকে আরেকটি মামলা করা হলো। আরটিভি/এমকে/এআর