ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ০৬:১৩ এএম


loading/img
ছবি: আরটিভি

ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র আব্দুল কাইয়ুম হত্যা মামলায় পলাতক আসামি আমির হোসেনকে (৪৮) গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জের সিরাজদিখানে র‌্যাব-১০। 

বিজ্ঞাপন

বুধবার (৯ এপ্রিল) দুপুর ৩টার দিকে র‌্যাব-১০ এর  আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া আসামী মো. আমির হোসেন ঢাকা সাভার মডেল থানার মৃত আহেদ আলী মাতবরের ছেলে। 

বিজ্ঞাপন

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ৫ আগস্ট দুপুর পৌনে ২টা ৪০ মিনিটের দিকে ঢাকা জেলার সাভার মডেল থানার ঢাকা-আরিচা মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ধাওয়া করে আন্দোলনকারীদের পিটিয়ে আহত করে এবং আগ্নেয়াস্ত্র দ্বারা এলোপাথারী গুলি করে। 

ওই সময় আসামিদের এলোপাথারী একটি গুলি কুমিল্লা বিশ্ববিদ্যালে পড়ুয়া  আব্দুল কাইয়ুমের (২৫) পেটে লেগে রাস্তায় লুটিয়ে পরে। পরবর্তীতে গুরুতর আহত আব্দুল কাইয়ুমকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ঢাকার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক র‌্যাব-১০ ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এর প্রেক্ষিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |