ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

মুন্সীগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:৪৮ এএম


loading/img

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ধাইশার এলাকার একটি পরিত্যক্ত দোকান থেকে রফিকুল আলম বুলু (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে।

নিহত রফিকুল আলম বুলু শ্রীনগর উপজেলার মুশুরীপাড়া গ্রামের মৃত পবন মাঝির ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, রফিকুল আলম বুলু দোকানটি সবজি বিক্রির উদ্দেশ্যে লাভলু হাসানের কাছ থেকে ভাড়া নিয়েছিলেন। কিন্তু ভাড়া নেওয়ার পর ৩ দিন সবজি বিক্রি করলেও পরবর্তীতে সবজি বিক্রি বন্ধ করে দোকানের মধ্যে থাকা খাটেই রাত্রী যাপন করতেন তিনি। তবে অনিয়ন্ত্রিত জীবন যাপন ও মাদকদ্রব্য সেবন করতেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। রফিকুল আলম বুলুকে কয়েকদিন যাবৎ দোকান খুলতে না দেখে আজ তার দোকান খুললে তাকে মৃত অবস্থায় খাটের পাশে ফ্লোরে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে দুপুর সাড়ে ১২টায় দিকে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ বলেন, ‘সংবাদ পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি  উদ্ধার করে। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |