• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৫
শতবর্ষী কোলা অগ্রদূত সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
সিরাজদিখান উপজেলার কোলা অগ্রদূত সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কোলা ইউনিয়নের কোলা অগ্রদূত সমিতি প্রাঙ্গণে এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।  পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয় বাংলা সাংবাদিক মঞ্চের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু, কোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর লিয়াকত আলী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কর্মকর্তা শরিফুল ইসলাম, কোলা অগ্রদূত সমিতির সর্বশেষ গঠিত কমিটির সাধারণ সম্পাদক আবু তাহের খান, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাওসার খান, মনিরুজ্জামান লিটন, ফরহাদ হোসেন, তাজুল ইসলাম হাওলাদার, মন্টু, আকবর মোল্লাসহ অনেকে।  প্রায় শত বছরের পুরনো কোলা অগ্রদূত সমিতির দুই যুগের স্থবির কার্যক্রম ফের সক্রিয় করা হয়। অনুষ্ঠানে অগ্রদূত সমিতির ভবন নির্মাণের লক্ষ্যে একটি ভবন নির্মাণ কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক নির্বাচিত হন কোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর লিয়াকত আলী।
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হামলা, যুবক নিহত
সহপাঠীর উত্ত্যক্তে স্কুলছাত্রীর আত্মহত্যা
হিজাব না পরা শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া শিক্ষিকা বরখাস্ত
হিজাব না পরায় শিক্ষার্থীদের চুল কেটে দিলেন শিক্ষিকা
মুন্সীগঞ্জে ৩০ যাত্রী নিয়ে বাস খাদে
মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গুরুতর আহতরা হলেন শাকিল (৩৫), জিতেন্দ্র (৭৫), উজ্জল (৩১) ও মো. হেলাল (৫২)। তারা সবাই মুন্সীগঞ্জের সিরাজদীখান ও টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক অবস্থায় বাকিদের নাম জানা যায়নি। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সিরাজদিখান উপজেলার কাজীর বাগ চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সিরাজদীখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত জানান, দুর্ঘটনা কবলিত বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল। এদের মধ্যে বেশিরভাগই বাস থেকে নেমে যেতে পেরেছেন।চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বাসের ভিতরে তল্লাশি চালানো হয়েছে। তবে ভিতরে কোনো যাত্রী পাওয়া যায়নি।  জানা গেছে, ঢাকা-টঙ্গীবাড়ী রুটে ডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো গ ১৫-৯৬৬১) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার গুলিস্তান এলাকা থেকে টঙ্গীবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। তখন গাড়ির মূল ড্রাইভার কাইয়ুম গাড়িটি চালাচ্ছিলেন। কাইয়ুম সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামের বাসিন্দা। এই গাড়িটি ইছাপুরা হয়ে টঙ্গীবাড়ি আসার পথে কাইয়ুম তার গ্রামের বাড়ি ইছাপুরায় নেমে যান। পরে হেলপার গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি রাত ৯টার দিকে সিরাজদিখান উপজেলার কাজিরবাগ বনভিটা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
জাল ভোট দেওয়ায় নারীকে ৫ হাজার টাকা জরিমানা
মুন্সীগঞ্জে জাল ভোট দেওয়ার সময় হেলেনা আক্তার (৩০) নামের এক নারীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।  রোববার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জ-১ আসনের সিরাজদিখান উপজেলার মালখানগর হাইস্কুল থেকে জাল ভোট দেওয়ার সময় তাকে আটক করা হয়। পরে বিশেষ বিবেচনায় আটককৃত নারীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়। জাল ভোটে অভিযুক্ত হেলেনা আক্তার উপজেলার কাজীরবাগ গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি কমিশনার উম্মে হাবিবা ফারজানা বলেন, আদরি আক্তার নামের এক নারীর জাল ভোট দিতে এসে আটক হন হেলেনা আক্তার। পরে বিশেষ বিবেচনায় তার থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‍্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিটি কেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য। এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে। এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি। এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।