সিরাজদিখান উপজেলার কোলা অগ্রদূত সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কোলা ইউনিয়নের কোলা অগ্রদূত সমিতি প্রাঙ্গণে এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয় বাংলা সাংবাদিক মঞ্চের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু, কোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর লিয়াকত আলী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কর্মকর্তা শরিফুল ইসলাম, কোলা অগ্রদূত সমিতির সর্বশেষ গঠিত কমিটির সাধারণ সম্পাদক আবু তাহের খান, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাওসার খান, মনিরুজ্জামান লিটন, ফরহাদ হোসেন, তাজুল ইসলাম হাওলাদার, মন্টু, আকবর মোল্লাসহ অনেকে।
প্রায় শত বছরের পুরনো কোলা অগ্রদূত সমিতির দুই যুগের স্থবির কার্যক্রম ফের সক্রিয় করা হয়। অনুষ্ঠানে অগ্রদূত সমিতির ভবন নির্মাণের লক্ষ্যে একটি ভবন নির্মাণ কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক নির্বাচিত হন কোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর লিয়াকত আলী।