ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

পদ্মা সেতু হয়ে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ০৪:৩১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় রাজধানী ঢাকা থেকে নিজ গন্তব্যে ছুটতে শুরু করেছে মানুষ। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ মার্চ) ভোর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশপথ হিসেবে খ্যাত পদ্মা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে।

স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়েও নাড়ির টানে বাড়ি ছুটছে মানুষ। 

বিজ্ঞাপন

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় দক্ষিণ বঙ্গের অপেক্ষমাণ যানবাহনগুলো দ্রুত টোল দিয়ে নির্বিঘ্নে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে। 

এ দিকে শুক্রবার ভোর থেকে দুই চাকার বাহন মোটরসাইকেল করে অসংখ্য মানুষকে পদ্মা সেতু পাড়ি দিতে দেখা গেছে।

এ বিষয়ে পদ্মা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ বলেন, ঈদের ছুটিতে বাড়ি ফেরা মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবার সব ধরনের প্রস্তুতি নিয়েছে সেতু কর্তৃপক্ষ। সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় টোল আদায় বেড়েছে। সেতুর উত্তর প্রান্তে ৭টি বুথ থেকে টোল আদায় হচ্ছে। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সেতু নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। একই সঙ্গে সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে যানবাহনের গতি। ফলে সেতুতে বড় কোনো দুর্ঘটনার শঙ্কা নেই এবারের ঈদযাত্রায়।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |