ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আগে জাতীয় নির্বাচনের কথা ভাবছি: ইসি আনোয়ার

আরটিভি নিউজ

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০৮:৫৭ পিএম


loading/img
মতবিনিময় সভায় কথা বলছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ার ইসলাম সরকার I ছবি: আরটিভি নিউজ

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ার ইসলাম সরকার বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে এক বছর সময় লাগবে। তাহলে ডিসেম্বরে সংসদ নির্বাচন করার আমাদের যে ঘোষণা, সে টাইমলাইনের মধ্যে করা সম্ভব হবে না। তাই আমরা আগে জাতীয় নির্বাচনের কথা ভাবছি।

বিজ্ঞাপন

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে এ সভার আয়োজন করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ অনেকে।

আরও পড়ুন

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ার ইসলাম বলেন, আগামী ডিসেম্বরকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করছি আমরা, আমরা প্রস্তুত আছি। আশা করছি, ডিসেম্বরে সংসদ নির্বাচন করতে পারবো।

গত ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণ তুলে ধরতে গিয়ে বলেন, প্রধান উপদেষ্টা বলেছিলেন, অল্প সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৫ সালের ডিসেম্বরে, আর আরেকটু বেশি সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

মো. আনোয়ার ইসলাম বলেন, এখানে দুটি সময়সীমা ঘোষণা করা হয়েছে। ডিসেম্বরকে সামনে রেখেই আমরা যাতে তফসিল ঘোষণা করতে পারি, সে প্রস্তুতি নিচ্ছি। আমরা বিশ্বাস করি, ডিসেম্বর নাগাদ নির্বাচন করা সম্ভব হবে।

তিনি বলেন, সংসদ নির্বাচনের আসন পুনর্বিন্যাসের জন্য বিদ্যমান আইনের সংস্কার প্রয়োজন। সেটিরও কাজ চলছে বলে জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ার ইসলাম সরকার।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |