• ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১
logo

হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ ডিসেম্বর ২০২৪, ১৩:১৮
হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত
ছবি : সংগৃহীত

নরসিংদীর আদালত চত্বর থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় মো. টিটুল নামে মনোহরদী থানা পুলিশের এক এসআই আহত হন। সোমবার দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। আদালত প্রাঙ্গণের ৩নং গেইটে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এসআই টিটুল হোসাইন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক খন্দকার জাকির হোসেন।

এসআই টিটুল হোসাইন বলেন, গত মাসে মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে সেলিম ও পারভেজ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে আজ আদালতে তুলে পুলিশ।

এ সময় আদালত প্রাঙ্গণে একদল দুর্বৃত্ত পুলিশকে উত্ত্যক্ত করে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পুলিশের সঙ্গে হাতাহাতির সময় টিটুল নামে ওই এসআই হাতে আঘাত প্রাপ্ত হয় বলে জানান আদালতে পুলিশের পরিদর্শক খন্দকার জাকির হোসেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘অন্যান্য পুলিশের সহায়তায় মনোহরদী থানা পুলিশ আসামিদের আদালতের এজলাসে ঢুকিয়ে রাখে। আহত (এসআই) টিটুল হোসাইন নরসিংদী জেলা হাসপাতাল থেকে চিকিৎসা নেন।’

আরটিভি/এমকেে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেখাপড়া না করে দেশ চালাতে গেলে আ.লীগের মতো ভুল করবে: মঈন খান
ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
নরসিংদীতে নবজাতকের মরদেহ উদ্ধার
আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা ও ভাঙচুর