নরসিংদীতে জামায়াতের আমীরের উপর হামলার অভিযোগ

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ , ০১:৩৭ এএম


নরসিংদীতে জামায়াতের আমীরের উপর হামলার অভিযোগ

নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন জামায়াতের আমির লোকমান কবিরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির নরসিংদী জেলা শাখা।

বিজ্ঞাপন

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় মিছিলটি নরসিংদী প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন শিবির নেতারা।

এ সময় তারা বলেন, নজরপুরে রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি ছিলো আজ। এ সময় ওই অঞ্চলের বেশ কিছু ছিন্নমূল সাধারণ মানুষ বঞ্চিত হওয়ায় তার প্রতিবাদ জানায় নজরপুর ইউনিয়ন ছাত্র শিবিবের সভাপতি তানভীর আহমেদ ও সেক্রেটারী মেহেদী হাসান শুভসহ অন্যান্যরা। পরে সেখানে ইউনিয়নের আমীর লোকমান কবির উপস্থিত হলে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় ৩ জন আহত হবার দাবি করে আগামী ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের খুঁজে বের করতেও আহব্বান জানায় শিবির নেতারা। 

বিজ্ঞাপন

ভুক্তভোগী নজরপুর ইউনিয়ন জামায়াতের আমীর বলেন, এলাকায় কম্বল বিতরণ নিয়ে অনিয়ম হয়েছে। যারা প্রকৃতপক্ষে কম্বলের দাবিদার তারা কম্বল পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। বিষয়টি প্রতিবাদ করলে ইউনিয়ন বিএনপির আহবায়ক জালালের নেতৃত্বে আমার উপর হামলা করা হয়। ইট দিয়ে মাথায় সহ শরীরের বিভিন্নস্থানে জখম করা হয়েছে। আমি নরসিংদী সদর হাসপাতালে ভর্তি রয়েছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে। 

তবে অভিযোগ অস্বীকার করে নজরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জালাল সরকার বলেন, হামলার সাথে জামায়াত-বিএনপির কোনো সম্পর্ক নেই। রেড ক্রিসেন্ট থেকে প্রশাসনের সহায়তায় কম্বল বিতরণ করা হয়েছে। হামলার সাথে আমার কোনো সম্পৃক্তা নেই। হামলা হয়ে থাকলে রেড ক্রিসেন্ট ও ভুক্তভোগীদের বিষয়, আমার কোনো বিষয় নেই।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission