• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

শরীয়তপুরে ঋণের দায়ে গরু ব্যবসায়ীর আত্মহত্যা

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ ডিসেম্বর ২০২৪, ১৫:১৬
শরীয়তপুরে ঋণের দায়ে গরু ব্যবসায়ীর আত্মহত্যা
ছবি : আরটিভি

শরীয়তপুরের নড়িয়ায় গলায় ফাঁস দিয়ে মো. জাহিদ মোল্যা (৩৫) নামে এক গরু ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে নড়িয়া থানা পুলিশ।

এর আগে, সকালে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কাঠকুলি গ্রামে থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জাহিদ মোল্যা ঝিনাইদহ জেলার দুর্গাপুর উপজেলার মৃত মোস্তফা মোল্যার ছেলে।

জানা গেছে, জাহিদ মোল্যা শ্বশুরবাড়িতে থেকে কসাইয়ের কাজের পাশাপাশি গরুর ব্যবসাও করতেন। ব্যবসার জন্য বিভিন্ন সংস্থা থেকে টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের টাকার জন্য মানসিক বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। জাহিদ মোল্যা প্রেম করে বিয়ে করে ৮ বছর যাবৎ এখানে থেকে গরুর ব্যবসা করে আসছিলেন। পরিবারের দাবি, ঋণগ্রস্ত হয়ে মানসিক হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুরে গরুর খামার থেকে সাতটি হাতবোমা উদ্ধার
শরীয়তপুরে বিএনপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ 
শরীয়তপুর জেলা পরিষদে দুদকের অভিযান, ২০টি প্রকল্পে মিলেছে দুর্নীতি
শরীয়তপুরে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৫০০ রোগী