• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo
আ.লীগের প্রভাব খাটিয়ে বিধিবহির্ভূত ৩ প্রকল্প দেন চেয়ারম্যান
দেবরের ঘরের বারান্দা থেকে ভাবির ঝুলন্ত মরদেহ উদ্ধার 
টাঙ্গাইলের ঘাটাইলে দেবর রানা মিয়ার ঘরের বারান্দা থেকে হালিমা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (৩০ জুলাই) সকালে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের চিরিঙ্গিবাইদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি আব্দুস ছালাম মিয়া। পরিবারের দাবি, তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। হালিমার স্বামীর নাম ছানোয়ার হোসেন।  পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গৃহবধূ হালিমার লাশ দেবর রানার বারান্দায় ঝুলে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।  এ বিষয়ে ওসি আব্দুস ছালাম মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’ 
টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ, সহযোগীসহ অভিযুক্ত গ্রেপ্তার
টাঙ্গাইলে স্বামীর হাতে অন্তঃসত্ত্বা স্ত্রী খুন
আরটিভিতে সচিত্র প্রতিবেদন প্রচার / টাঙ্গাইলে অতিরিক্ত ভাড়া আদায়, ৭ বাস চালককে জরিমানা 
টাঙ্গাইলে সিএনজির ধাক্কায় নারীর মৃত্যু 
পিকআপভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপসহকারী কৃষি কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।  বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়েকের উপজেলার কদমতলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গারট্র গ্রামের জাকির হোসেনের ছেলে আলমগীর হোসেন ও কাশতলা গ্রামের জুয়েল রানা।  পুলিশ জানায়, মোটরসাইকেলের তিন আরোহী কদমতলি থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় মধুপুর থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আহতাবস্থায় আলমগীরকে ঘাটাইল ও জুয়েলকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।  ঘাটাইল থানার ওসি আবদুস ছালাম মিয়া জানান, লাশ হাসপাতালে রয়েছে। চালককে আটক করা হয়েছে। পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 
১১ কোটি টাকাসহ সাব-রেজিস্ট্রারের সম্পদ জব্দ
টাঙ্গাইলে অবৈধভা‌বে সম্পদ অর্জনের দা‌য়ে নূরুল আমিন তালুকদার নামে এক সাব-রেজিস্ট্রার, তার স্ত্রী ও মেয়ের স্থাবর-অস্থাবর স‌ম্প‌ত্তি জ‌ব্দের নি‌র্দেশ দি‌য়ে‌ছেন আদালত।  বুধবার (৫ জুন) টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ নির্দেশ দেন। নূরুল আমিন তালুকদার গাজীপুরের কালিয়াকৈরে সাব-রেজিস্ট্রার হিসাবে কর্মরত রয়েছেন। তিনি পার্শ্ববর্তী ঘাটাইলের লোকেরপাড়া গ্রামের শামস উদ্দিন তালুকদারের ছেলে। আদাল‌তের নি‌র্দেশে সাব-রেজিস্ট্রার নুরুল আমিন তালুকদার তার স্ত্রী নুরুন্নাহার খানম এবং মেয়ে জিনাত তালুকদারের নামে স্থাবর-অস্থাবর সম্পত্তিসহ বিভিন্ন ব্যাংকে রাখা প্রায় সাড়ে ১১ কোটি টাকা জব্দ করেছে দুর্নীত দমন কমিশন (দুদক)। এর আগে, নুরুল আমিন তালুকদারের দুর্নীতি ও অনিয়মের  অভিযোগের প্রমাণ পাওয়ার পর তার বিরুদ্ধে ২০২৩ সালের ২৩ জুলাই টাঙ্গাইল আদাল‌তে মামলা করে দুদক। দুদকের তথ্য মতে, নুরুল আমিন তালুকদারের চারটি ব্যাংক হিসেবে ১২ লাখ ১ হাজার ১১১ টাকা, স্ত্রী নুরুন্নাহারের ১০টি ব্যাংক হিসেবে ৪ কোটি ৪ লাখ ৫৩ হাজার ৩৬৮ টাকা এবং মেয়ে জিনাত তালুকদারের ৪টি ব্যাংক হিসেবে ১ কোটি ২৪ লাখ ৮২ হাজার ১৩৩ টাকাসহ সর্বমোট ৫ কোটি ৪১ লাখ ৩৬ হাজার ৬১২ টাকা জব্দ করা হয়। এ ছাড়াও নুরুল আমিন তালুকদারের স্ত্রী নুরুন্নাহার খানমের ৭৫ শতাংশ সম্পত্তি রয়েছে, যার মূল্য ৩ কোটি ৫৭ লাখ ৭০ হাজার ৯৪০ টাকা। মেয়ে জিনাত তালুকদারের নামে ২টি ফ্ল্যাট রয়েছে, যার মূল্য ৭৭ লাখ টাকা। জিনাতের একটি প্রাইভেট কার (টয়োটা) রয়েছে, যার মূল্য ২৯ লাখ টাকা। এসব সম্পদ জব্দের নির্দেশ দেন আদালত। এ ছাড়াও টাঙ্গাইল জেলার ভূঞাপুর বাসস্ট্যান্ডের কা‌ছে বহুতল বা‌ণিজ্যিক ভবন নির্মাণ করা হ‌চ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) টাঙ্গাইল জেলা সহকারী পরিচালক মো. নুর আলম বলেন, এর বাইরে তার কোনো সম্পদ আছে কি না তা জানতে চাওয়া হবে। দায়ী সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার প্রস্তুতি চলছে।
পাওনা টাকা চাইতে গিয়ে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
টাঙ্গাইলের ঘাটাইলে পাওনা টাকা চাইতে গিয়ে ফুফাতো ভাই মিন্টুর ছুরিকাঘাতে খুন হয়েছেন মামাতো ভাই নাজমুল ইসলাম।  সোমবার (২৭ মে) সকালে উপজেলার লক্ষ্মীন্দর এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত নাজমুল ইসলাম ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ মিন্টুকে আটক করেছে।  নিহত নাজমুলের বাবা আবুল হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫ দিন ভাগ্নে মিন্টু ৪ হাজার ৩০০ টাকা ধার নেয় ছেলে নাজমুল ইসলামের কাছ থেকে। আজ সকালে লক্ষ্মীন্দর এলাকায় আবেদ আলি মার্কেটের খায়রুলের দোকানে মিন্টুকে বসে থাকতে দেখে পাওনা টাকা চায় নাজমুল। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিন্টু ক্ষিপ্ত হয়ে নাজমুলকে ছুরিকাঘাত করে। এ সময় তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  ঘটনার সত্যতা স্বীকার করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম মিয়া জানান, ঘটনার পরপরই মিন্টুকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 
শ্লীলতাহানির অভিযোগে যুবককে গাছে বেঁধে মারধর
টাঙ্গাইলের ঘাটাইলে এক যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে তাকে গাছে বেঁধে পেটানোর অভিযোগ উঠেছে। উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়নের আকন্দের বাইদ গ্রামে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ওই যুবকের পরিবারের। মারধরের শিকার ৩০ বছর বয়সী ওই যুবক গাড়ির চালক। সম্প্রতি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়লে কয়েক ঘণ্টা পর তা আবার সরিয়ে ফেলা হয়।  ভিডিওতে দেখা যায়, একজন যুবককে গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় ইউপি সদস্যের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করছেন ওই ইউপি সদস্যসহ কয়েকজন যুবক। ১৫ মিনিটের ওই ভিডিওতে বিভিন্ন প্রশ্ন করছেন তারা। ভিডিওতে এক প্রশ্নের জবাবে আটক ওই যুবক জানান, রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক লোককে পাশের বাড়ির এক নারীর কক্ষে ঢুকতে দেখেন। স্থানীয় আমিনুর ও সানোয়ার নামের দুইজনকে ডেকে এনে বিষয়টি জানান। পরে ওই যুবক পেছনে পেছনে গিয়ে নারীর কক্ষে ঢুকে পড়েন। এরই মধ্যে স্থানীয় জাহিদ নামের এক লোককে নারীর কক্ষে দেখে ফেলেন তিনি। পরে সেখান থেকে সটকে পড়েন জাহিদ। এ ঘটনা ওই নারীর বাবাকে জানালে ওই যুবককে সন্দেহজনক আটক করে তাকেই শ্লীলতাহানির অভিযোগে মারধর করা হয়। যুবকের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক মাস আগে কাসেম নামের এক ব্যক্তির আত্মীয়ের সঙ্গে প্রাইভেট কারের গ্লাস ভেঙে ফেলার ঘটনায় সালিশি বৈঠকে ১০ হাজার টাকা জরিমানা নেন তিনি। পরিবারের অভিযোগ, যুবক ওই রাতে বাড়ি ফিরছিলেন। সে সময় তাকে লোক দিয়ে কৌশলে নিয়ে যাওয়া হয় কাসেমের বাড়িতে। ওই বাড়িতে নিয়ে কয়েকজন মিলে রাতভর নির্যাতন করেন। এক পর্যায়ে ওই যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন তারা। পরদিন দুপুর ১২টা পর্যন্ত বাড়ির সামনের আম গাছের সঙ্গে হাত পা বেঁধে রাখা হয় তাকে। এ ঘটনায় এলাকায় জানাজানি হলে পুলিশে খবর দেয়া হলে সাগরদিঘী তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে উদ্ধার করে। স্থানীয় মো. রিপন মিয়া জানান, রাতে ওই যুবককে নারীর কক্ষ থেকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে স্থানীয়রা গাছের সঙ্গে বেঁধে পিটিয়েছে। খবর পেয়ে পুলিশ থানায় নিয়ে গেছে। যুবকের বাবা বলেন, ‘আমার ছেলে কোনো অপরাধ করে নাই। তাকে বাড়ি ফেরার পথে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। শত্রুতার জেরে পরিকল্পিতভাবে মারপিট করেছে। জানাজানি হলে ফাঁসানোর চেষ্টা করছে।’ একাধিক বার ওই নারীর পরিবারের সঙ্গে যোগাযোগ করলে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি তারা। তবে এ ঘটনায় গতকাল রাতে যুবকের বিরুদ্ধে থানায় শ্লীলতাহানির অভিযোগ তুলে লিখিত দিয়েছেন ওই নারী। স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান খানের ভাষ্য, ‘ওই যুবককে রাতে আটক করেছে বলে শুনেছি। এখন চোর নাকি অন্য কোনো সন্দেহে আটক করে মারপিট করেছে তা ওইভাবে জানা নাই।’ ঘাটাইল থানার ওসি আবু সালাম মিয়া জানান, এ ঘটনায় ওই যুবককে উদ্ধার করেছে পুলিশ। তার বিরুদ্ধে এক নারী লিখিত অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।  
ফজরের নামাজ পড়তে বেরিয়ে ফিরলেন লাশ হয়ে
টাঙ্গাইলে ঘাটাইলে ফজরের নামাজ পড়তে বেরিয়ে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন ওয়াদিওর রহমান ওরফে বাবলু ডাক্তার নামে এক বৃদ্ধ (৭০)।  রোববার (৭ এপ্রিল) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার আঠারদানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া।  নিহত বাবলু ডাক্তার উপজেলার দিঘর ইউনিয়নের আঠারোদানা এলাকার বাসিন্দা। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বাবলু ডাক্তার সেহেরি শেষ করে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। বাড়ির সামনের টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক পার হয়ে মসজিদে যাওয়ার সময় একটি দ্রুতগামী মিনিট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
টাঙ্গাইলের ঘাটাইলে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ৬ বছর বয়সী মো. আফনান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) উপজেলার শহীদ সালাউদ্দিন সেনানিবাস-সংলগ্ন ঝড়কা বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফনান উপজেলায় শহীদ সালাউদ্দিন সেনানিবাসের কর্মরত করপোরাল জাহিদুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, করপোরাল জাহিদুল ইসলামের জমজ ছেলে শিশু আফনান এবং আবিব ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কের ঝড়কা বাজার এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন। ঘাটাইল থেকে ছেড়ে আসা কুশারিয়াগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এ সময় তারা গুরুতর আহত হলে স্থানীয়রা শিশু দুজনকে উদ্ধার করে ঘাটাইল সিএমএইচে পাঠায়। গুরুতর আহত জমজ শিশুদের মধ্যে আফনান সন্ধ্যা সাড়ে ৬টায় ঘাটাইল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর শিশুটির শারীরিক অবস্থা বর্তমানে শঙ্কা মুক্ত বলে ঘাটাইল সিএমএইচে সূত্রে জানা গেছে। ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।