• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
ভারতে পালিয়ে শেষ রক্ষা হবে না: টুকু
কোটা সংস্কার আন্দোলনের জন্ম দিয়েছি আমরা: নুর
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক (নুর) বলেছেন, কোটা সংস্কার আন্দোলন ২০১৮ সালে জন্ম দিয়েছি আমরা। সরকারি চাকরিতে একটি বৈষম্য, এটির পরিবর্তন দরকার ছিল। রাজনৈতিক দলগুলো যারা গত ৫০ বছর ক্ষমতায় ছিল তারা এটার পরিবর্তন করেনি। যারা লঙ্কায় যায় তারাই রাবণ হয়।  বুধবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে টাঙ্গাইলের গোপালপুর উপ‌জেলার নলিন বাজারে হেমনগর ইউনিয়নে গণঅধিকার পরিষদের আয়োজনে পথসভায় এসব কথা বলেন তিনি। নুরুল হক নুর বলেন, শেখ হাসিনা যেভাবে নিজেকে আল্লাহ-খোদা পর্যায়ে নিয়ে মানুষের ওপর জুলুম-নির্যাতন করেছে, নির্যাতন চালিয়ে দেশে যে একটা রামরাজত্ব করেছিল। আল্লাহকে ভয় করেন নাই। এরকমভাবে আবার কেউ করে নাই। নিজেকে প্রায় নমরুদের কাতারে নিয়ে গিয়েছিল শেখ হাসিনা। এ সময় শাকিলুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান, তছলিম ইসলাম, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী। পথসভা শেষে নেতাকর্মীদের নিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত টাঙ্গাইলের শহীদ ইমনের কবর জিয়ারত করেন। পরে ইমনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন ও পাশে থাকার আশ্বাস দেন। আরটিভি/এএএ   
দল ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে: সুলতান সালাউদ্দিন টুকু
ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ইমন মারা গেছেন
সন্তানকে হত্যার পর বিষপান, বাবার পর মারা গেলেন মা
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা, ২ লাখ টাকা ছিনতাই
হাফেজদের জন্য সিএনজি ভাড়া ফ্রি! 
কোরআনের হাফেজদের জন্য সিএনজি ভাড়া ফ্রি করে দিয়েছেন টাঙ্গাইলের গোপালপুরের গনি মিয়া। সারাদিন যতজন হাফেজ তার সিএনজিতে উঠুক না কেন, কারও কাছ থেকেই ভাড়া নেন না তিনি। প্রথম রমজান থেকে শুরু হয়েছে তার এ কার্যক্রম। চলবে পুরো রমজান মাসজুড়ে। পরিবারের পক্ষ থেকেও তাকে উৎসাহ দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। গনি মিয়ার এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন আলেম সমাজসহ স্থানীয়রা।  জানা যায়, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নন্দনপুর ভুয়ারচক গ্রামের বছির উদ্দিনের ছেলে গনি মিয়া পেশায় একজন সিএনজিচালক। প্রায় একযুগ ধরে তিনি এ কাজের সঙ্গে জড়িত। স্ত্রী ও এক ছেলে নিয়ে সুখের সংসার তার। সকাল থেকে রাত পর্যন্ত গোপালপুরসহ পুরো টাঙ্গাইল দাপিয়ে বেড়ান তিনি। রমজান মাস উপলক্ষ্যে ব্যতিক্রম এক উদ্যোগ গ্রহণ করেছেন এ সিএনজিচালক। কোরআনের হাফেজসহ আলেমদের জন্য সিএনজি ভাড়া পুরোপুরি ফ্রি করে দিয়েছেন তিনি। রোজার প্রথম দিন থেকেই শুরু হয়েছে তার এমন কার্যক্রম। চলবে পুরো রমজান মাসজুড়ে। সিএনজিতে পাঁচজন যাত্রী বহন করতে পারেন তিনি। পাঁচজনই কোরআনে হাফেজ বা আলেম হলে যত ভাড়াই হোক না কেন, গন্তব্যে পৌঁছে দিতে কোনো প্রকার টাকা নেন না তিনি। রোজগার কিছুটা কম হলেও তেমন কোনো প্রভাব পড়ছে না সংসারে। পরিবারের সদস্যরা জানান, তার এ ভালো কাজে সবসময় সহযোগিতা ও উৎসাহ দিয়ে যাচ্ছেন পরিবারের লোকজন। উপার্জন কিছুটা কম হলেও ভালোই চলছে তাদের সংসার। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কোরআনের হাফেজ বলেন, রমজান মাসে ভাড়া ফ্রি করে দেওয়ায় সিএনজিচালক গনি মিয়ার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমরা গনি মিয়ার দীর্ঘায়ু কামনা করছি।  অন্যান্য সিএনজিচালকরা জানান, গনি মিয়ার এমন কাজ সত্যিই সমাজে দৃষ্টান্ত স্থাপন করার মতো। তারাও উৎসাহিত হচ্ছেন এমন কাজে। এ প্রসঙ্গে গনি মিয়া জানান, পরিবারের উৎসাহ ও নিজের ব্যক্তি উদ্যোগ থেকেই তিনি এ কাজ করে যাচ্ছেন। যতদিন বেঁচে থাকবেন এমন কাজ করে যাওয়ার ইচ্ছে তার। 
মাত্র ৭১ দিনে কোরআন মুখস্থ করে আলোচনায় ৯ বছরের নাফিস
পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছে টাঙ্গাইলের গোপালপুরের ৯ বছর বয়সী আবীর ইসলাম নাফিস। এই বয়সে তার কোরআন মুখস্থ করতে সময় লেগেছে মাত্র ৭১ দিন। নাফিস চলতি বছরের ১ জানুয়ারি হতে হেফজ পড়া শুরু করে। সকাল ও বিকেলে দুজন হুজুরের তত্ত্বাবধানে বাসাতেই পবিত্র কোরআন মুখস্থ করতে থাকে। সর্বশেষ ৭১ দিন পর মার্চের ১১ তারিখে ৩০ পারা কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে সে। আবীর ইসলাম নাফিস টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের উত্তর বিলডগা গ্রামের নজরুল ইসলাম ও নাসিমা আক্তার দম্পতির সন্তান। তাদের ঘরে আরও দুজন ছেলে সন্তান রয়েছে। ভাইদের মধ্যে নাফিস মেঝো। নাফিসের বাবা নজরুল ইসলাম উপজেলার নলীনের নঈম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা মোছা. নাসিমা আক্তার গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক। জানা যায়, অত্যন্ত মেধাবী নাফিস ২০২৩ সালের ডিসেম্বরে জামতৈল দারুল কোরআন মাদ্রাসা থেকে ১৬ দিনে নাজেরা সম্পন্ন করেন। ২০২৪ সালের জানুয়ারির প্রথম দিন থেকে সেখানেই হেফজ পড়া শুরু করে। ১৫ দিন মাদ্রাসায় থেকে পড়াশুনা করায় অসুস্থ হয়ে পড়ে। পরে বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়। এরপর বাড়ির একটি কক্ষে বসে পুনরায় হেফজ পড়া শুরু করে নাফিস। জামতৈল দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা জোবায়ের হোসাইন এবং গোপালপুর পৌরসভার বারিধারা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী মাসুদুর রহমানের তত্ত্বাবধানে নাফিসদের বাসাতেই শুরু হয় হেফজ পড়া। এতে সকাল ও বিকাল ওই দুইজন হুজুর নাফিসের পড়াশুনার দায়িত্ব পালন করেন। এরপর ১১ মার্চ প্রথম রমজানের দিন ৩০ পারা পবিত্র কুরআন শরীফ মুখস্থ করে হেফজ সম্পন্ন করে নাফিস। নূরানী মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র আবীর ইসলাম নাফিস ২০২৩ সালে নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রামের অধীনে ৩য় শ্রেণির পরীক্ষায় সারাদেশের ৬ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে ৭ম স্থানে উত্তীর্ণ হয়। এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির নূরানি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত। নাফিসের বাবা নজরুল ইসলাম বলেন, ছেলের ইচ্ছেতেই এবং আমরা তাকে সার্বিক সহায়তা করার কারণে অল্পদিনেই হাফেজ হয়েছে। ১৫দিন পর অসুস্থ হওয়ায় বাড়িতে চলে আসে সে। এরপর সুস্থ হওয়ার পর বাড়িতেই দুজন হুজুরের তত্ত্বাবধানে পড়াশুনা শুরু হয়। ৭১ দিনে সে ৩০ পারা কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে।
টাঙ্গাইলে সংসদ সদস্য ছোট মনিরকে গণসংবর্ধনা 
টানা দ্বিতীয় বারের মতো টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য হিসেবে, নির্বাচিত হওয়ার তানভীর হাসান ছোট মনিরকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।  শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে গোপালপুর উপজেলায় সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের উদ্যাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।  গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী সহ-সভাপতি আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল রৌফ চান মিয়া, অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা ড. নূরনব্বী, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখ।  এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানের শুরুতেই সংসদ সদস্য ছোট মনিরকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়৷ পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের গোপালপুরে স্বামীর হাতে স্ত্রী খুন
টাঙ্গাইলের গোপালপুরে স্বামীর হাতে স্ত্রীকে খুন করার ঘটনা ঘটেছে। দুই সন্তানের জননী আসমা বেগমকে (৩৫) খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্বামী ফজলু তালুকদারের (৪০) বিরুদ্ধে। শনিবার রাতে পৌরসভার সুন্দর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ রোববার (২১ জানুয়ারি) সকালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে। নিহত আসমা ধোপাকান্দি ইউনিয়নের পঞ্চাশ গ্রামের আরশেদ আলীর মেয়ে।   হত্যার অভিযোগে স্বামী ফজলু তালুকদারকে (৪০) থানা আটক করেছে পুলিশ। ফজলু সুন্দর গ্রামের নুরুল ইসলাম তালুকদারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুই সন্তান নিয়ে রাজমিস্ত্রী স্বামী ফজলু ও নিহত আসমা বেগমের সংসার। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে সংসারে অশান্তি বিরাজ করছিল। শনিবার রাতের খাবার খেয়ে স্ত্রী ও সন্তানরা ঘুমিয়ে পড়লে মেয়ের ওড়না দিয়ে স্বামী ফজলু স্ত্রী আসমা বেগমের গলা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে চিৎকার করে বাড়ির সবাইকে এ ঘটনা জানান ফজলু। স্থানীয়রা ফজলুকে আটক করে পুলিশে দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। হত্যার অভিযোগে স্বামীকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।