• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo
ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ইমন মারা গেছেন
সন্তানকে হত্যার পর বিষপান, বাবার পর মারা গেলেন মা
টাঙ্গাইলের গোপালপুরে সন্তানকে হত্যার পর বিষপান করা বাবার পর মা মিরা আফরোজ সাথীও মারা গেছেন। মঙ্গলবার (১১ জুন) রাতে ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  এর আগে ৩১ মে মিরার স্বামী মাশরুল হোসেন মারা যান। জানা গেছে, গত ২৭ মে চার বছরের শিশু সন্তান মৃত্তিকাকে হত্যার পর বিষপান করেন উপজেলার ভাদুরিচর গ্রামের মাশরুল হোসেন ও তার স্ত্রী মিরা আফরোজ সাথী। পরে তাদের ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। ৩১ মে মাশরুল হোসেন মারা যান। স্বজনরা জানান, মাশরুল ময়মনসিংহে একটি কোম্পানিতে চাকরি করতেন। ২৮ এপ্রিল অর্থ আত্মসাতের অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়। পরে ওই কোম্পানি তাকে টাকার জন্য চাপ প্রয়োগ করলে হতাশায় সপরিবারে আত্মহত্যার সিদ্ধান্ত নেন মাশরুল-মিরা দম্পতি। মৃত্যুর আগে মাশরুল টাকা আত্মসাতের ঘটনা অস্বীকার করে বলেছিলেন, টাকাগুলো ছিনতাই হয়েছিল। এভাবে একটি পরিবারের মৃত্যুর রহস্য উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন স্বজনরা। ওসি এমদাদুল হক তৈয়ব বলেন, এ ঘটনায় হত্যা ও আত্মহত্যার আলাদা দুটি মামলা রয়েছে।
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা, ২ লাখ টাকা ছিনতাই
হাফেজদের জন্য সিএনজি ভাড়া ফ্রি! 
মাত্র ৭১ দিনে কোরআন মুখস্থ করে আলোচনায় ৯ বছরের নাফিস
টাঙ্গাইলে সংসদ সদস্য ছোট মনিরকে গণসংবর্ধনা 
টাঙ্গাইলের গোপালপুরে স্বামীর হাতে স্ত্রী খুন
টাঙ্গাইলের গোপালপুরে স্বামীর হাতে স্ত্রীকে খুন করার ঘটনা ঘটেছে। দুই সন্তানের জননী আসমা বেগমকে (৩৫) খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্বামী ফজলু তালুকদারের (৪০) বিরুদ্ধে। শনিবার রাতে পৌরসভার সুন্দর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ রোববার (২১ জানুয়ারি) সকালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে। নিহত আসমা ধোপাকান্দি ইউনিয়নের পঞ্চাশ গ্রামের আরশেদ আলীর মেয়ে।   হত্যার অভিযোগে স্বামী ফজলু তালুকদারকে (৪০) থানা আটক করেছে পুলিশ। ফজলু সুন্দর গ্রামের নুরুল ইসলাম তালুকদারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুই সন্তান নিয়ে রাজমিস্ত্রী স্বামী ফজলু ও নিহত আসমা বেগমের সংসার। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে সংসারে অশান্তি বিরাজ করছিল। শনিবার রাতের খাবার খেয়ে স্ত্রী ও সন্তানরা ঘুমিয়ে পড়লে মেয়ের ওড়না দিয়ে স্বামী ফজলু স্ত্রী আসমা বেগমের গলা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে চিৎকার করে বাড়ির সবাইকে এ ঘটনা জানান ফজলু। স্থানীয়রা ফজলুকে আটক করে পুলিশে দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। হত্যার অভিযোগে স্বামীকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।