• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo
বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৫ লাখ টাকার টোল আদায়
টাঙ্গাইলে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিল্লাল হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।  সোমবার (১০ জুন) সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত বিল্লাল হোসেন ঢাকার ডেমরা থানার মুসলিম নগর এলাকার আনিছ মিয়ার ছেলে।  এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক ইউসুফ আলী বলেন, বিল্লাল হোসেন পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক তার মোটরসাইকেলের ওপর দিয়ে চলে যায়। ইউসুফ আলী আরও বলেন, এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বিল্লাল হোসেনের মৃত্যু হয়। মরদেহ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
টাঙ্গাইলে কাভার্ডভ্যান-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত
রেললাইনে উঠে গেল বাস, প্রাণে বাঁচল হাজারও যাত্রী
মামার বিয়েতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
গোসলে নেমে স্রোতে ভেসে গেল শিশু
টাঙ্গাইলে নদীতে ডুবে যুবকের মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে নদীর পানিতে ডুবে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।  শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে কালিহাতী উপজেলার আকুয়া গ্রামে পৌলি নদীতে ডুবে তার মৃত্যু হয়।  স্থানীয়রা জানান, উপজেলার পৌলি নদীতে গোসল করার সময় নিহত যুবক নদীতে ডুবে যায়। পরে নদীর আশে পাশে থাকা স্থানীয়রা তাকে উদ্ধার করে আনার আগেই মৃত্যু হয়। তবে এখনও ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলার সহদেবপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম নিশ্চিত করে জানান, স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে রেখে দিয়েছে। হয়তোবা আশপাশের কারোর আত্মীয়স্বজন হবে। তবে এখনও পরিচয় পাওয়া যায়নি।
টাঙ্গাইলে আগুনে পুড়ল মোটরসাইকেল গ্যারেজসহ ৪ দোকান
টাঙ্গাইলের কালিহাতীতে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  শুক্রবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা জানান, প্রথমে একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত। পরে পাশের আরও তিনটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই চারটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেল গ্যারেজ, রেস্তোরাঁ, মোবাইল সার্ভিসিং এবং মিষ্টির দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ব্যাপারে কালিহাতী থানার এসআই মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহত হয়নি।
বালুর নিচ থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
টাঙ্গাইল কালিহাতীতে বালুর নিচে পুঁতে রাখা অবস্থায় অজ্ঞাত যুবকের (২৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (১১ মার্চ) দুপুরে উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার এসআই মনির হোসেন। তিনি জানান, উপজেলার মীরহামজানি এলাকায় স্থানীয় লোকজন বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় অজ্ঞাত যুবকের মাথা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই মরদেহটি উদ্ধার করে।  তিনি আরও জানান, পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, প্রায় ৬-৭ দিন আগে ওই যুবককে হত্যা করে বালু চাপা দিয়ে রাখে দুর্বৃত্তরা।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কি‌লো‌মিটার এলাকাজুড়ে যানজট
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুর পূর্ব মহাসড়কের কা‌লিহাতী উপজেলার রসুলপুর পর্যন্ত প্রায় ১৭ কি‌লো‌মিটার এলাকায় জু‌ড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের ভূঞাপুর লিংক রোডে পরিবহনের চাপ বে‌ড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হ‌য়। মহাসড়কের কোথাও আবার পরিবহন চলাচলে ধীরগতিও র‌যে‌ছে। ফ‌লে চরম বিপা‌কে প‌ড়ে‌ছে যাত্রী ও কাঁচামাল পরিবহনের চালকরা। বুধবার (৬ মার্চ) ভোর রাত থে‌কে এ যানজটের সৃষ্টি হ‌য়। সরেজমিনে দেখা গেছে, এ মহাসড়কের এলেঙ্গা হ‌তে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত ১৪ কি‌লো‌মিটার দুই লে‌নেই প‌রিবহ‌নের ব্যাপক চাপ থাকলেও এলেঙ্গা হ‌তে ঢাকাগামী লে‌নে তেমন চাপ নেই। এদিকে যানজটের দরুণ উত্তরব‌ঙ্গ ও ঢাকাগামী প‌রিবহনগু‌লো এলেঙ্গা হ‌তে ভুঞাপুর-তারাকা‌ন্দি-বঙ্গবন্ধু সেতুপূর্ব আঞ্চলিক সড়ক ব্যবহার ক‌রে চলাচল কর‌ছে। এছাড়া ভোররা‌তে অন্যান্য দিনের মত প‌রিবহনের চাপ থাকায় এই যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। মা‌ঝেম‌ধ্যে ভোর থেকেই এই সড়‌কে যানজটের সৃ‌ষ্টি হয়, ফলে চরম দুর্ভোগে পড়তে হয় বলে জানান চালকরা। মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, এলেঙ্গা হ‌তে সেতুপূর্ব পর্যন্ত দুই লে‌নে সড়‌কে প‌রিবহ‌নের ধীরগ‌তি হ‌লেই ট্রাকচালকরা ঘু‌মি‌য়ে যায়। ‌ফলে যানজটের সৃ‌ষ্টি হ‌য়েছে। এটি নিরস‌নে হাইও‌য়ে পু‌লি‌শের পা‌শাপা‌শি জেলা পু‌লি‌শের সদস্যরা কাজ কর‌ছে।  
টাঙ্গাইলে পিকআপ ভ্যানের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ভ্যানের ধাক্কায় ইদু মিয়া (৫৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।  শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের উপজেলার রাজাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত ইদু মিয়া টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ গ্রামের মৃত সাইদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান। তিনি জানান, সন্ধ্যায় কালিহাতী থেকে নির্মাণ সামগ্রী ও কয়েকজন শ্রমিক নিয়ে একটি পিকআপ ভ্যান টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। ওই পিকআপ ভ্যানটি টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার  রাজাবাড়ি নামকস্থানে পৌঁছালে অপর একটি পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে সামনের পিকআপ ভ্যানের ওপরে বসে থাকা নির্মাণ শ্রমিক ইদু মিয়া নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের বাড়ি নাটোরে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই তৌয়েব আলী। তিনি জানান, শুক্রবার রাতে আনালিয়াবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে পড়ে। এ সময় বাসটি মেরামত করার সময় যাত্রীরা মহাসড়কের পাশেই রেললাইনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী চিলাহাটি এক্সপ্রেসের নিচে কাটা পড়ে এক শিশু এবং দুই ব্যক্তি নিহত হন।  তিনি আরও জানান, খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।