• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo
শেখ হাসিনা দোসরদের দিয়ে দুর্নীতির নথিপত্র পুড়িয়ে রেহাই পাবেন না: শাকিল উজ্জামান
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের
টাঙ্গাইলের সখীপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টায় সখীপুর-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী এলাকায় ট্রাক চাপায় কারখানার নাইটগার্ড মামুন খান নিহত হন।  নিহত মামুন টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। এ দিকে সকাল ৯টার দিকে সখীপুর থানার সামনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী জয়েন উদ্দিন নিহত হন। তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের গনি মিয়ার ছেলে।  অন্যদিকে কুতুবপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আবুবকর নামে এক অটোরিকশা চালক নিহত হন। আবুবকর উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে। সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।  আরটিভি/এমকে-টি
টাঙ্গাইলে বিএনপি-কৃষক শ্রমিক জনতা লীগের মধ্যে সংঘর্ষ
ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ
ফ্যাসিবাদের বিদায় হলেও প্রেতাত্মারা এখনো বিরাজমান: টুকু
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজহার গ্রেপ্তার 
টাঙ্গাইলে হত্যা মামলায় চাচি-ভাতিজার যাবজ্জীবন 
টাঙ্গাইলের বাসাইলে ঝর্না রানী দাস নামে এক নারীকে হত্যা করে মরদেহ মাটিতে পুঁতে রাখার দায়ে চাচি-ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া দণ্ডিত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আফরোজা বেগম এ রায় দেন।   দণ্ডিতরা হচ্ছেন- উপজেলার বাসাইল পূর্বপাড়া গ্রামের শাহাদত বেপারীর স্ত্রী মনোনয়ারা আক্তার (৩০) এবং মজিবর বেপারীর ছেলে উজ্জ্বল ইসলাম (২৭)। তারা সম্পর্কে চাচি-ভাতিজা।   আদালতের নাজির লিটন মজুমদার জানান, ২০১৮ সালের ২৮ অক্টোবর নিহত ঝর্না রানী পাওয়া টাকা চাওয়ার জন্য একই এলাকার মনোয়ারা আক্তারের বাড়িতে যান। এতে মনোয়ারার সঙ্গে ঝর্না রানী দাসের কথা কাটাকাটি শুরু হয়। এ সময় মনোয়ারার ভাতিজা উজ্জ্বল এসে ঝর্না রানীকে মনোয়ারার ঘরের ভেতরে নিয়ে দুজনে মিলে গলায় ফিতা পেঁচিয়ে এবং বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে মরদেহ গুম করার জন্য মনোয়ারার ঘরের ভেতর মাটি খুঁড়ে গর্ত করে পুঁতে রাখে। পরদিন ২৯ অক্টোবর নিহতের স্বামী সুনীল কুমার দাস বাদী হয়ে বাসাইল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ মনোয়ারা ও তার ভাতিজা উজ্জলকে গ্রেপ্তার করে। পরবর্তীতে গ্রেপ্তারকৃতরা এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা আর মরদেহ গুম করার জন্য মাটিতে পুঁতে রাখার কথা স্বীকার করেন। পরে পুলিশ মনোয়ারার ঘরের ভেতর মাটিতে পুঁতে রাখা ঝর্ণা রানী দাসের মরদেহ উদ্ধার করা হয়। রায় ঘোষণার পর বিচারক দণ্ডিত চাচি-ভাতিজাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আরটিভি/এমকে
সরকারকে বিএনপি সমর্থন দিয়ে যাচ্ছে: শামসুজ্জামান দুদু 
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, মওলানা ভাসানীর জন্ম না হলে বাংলাদেশ হতো কি না, সন্দেহ আছে। সকল অন্যায়, অনাচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে আপসহীন থেকে মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।  রোববার (১৭ নভেম্বর) দুপুরে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, সরকারকে বিএনপি সমর্থন দিয়ে যাচ্ছে। এ সরকারকে বিএনপি ব্যর্থ হতে দেবে না। তবে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে।  জনগণের ভোটে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিও জানান তিনি। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা আতাউর রহমান ঢালী, আবুল কালাম আজাদ, ওবায়দুল হক নাসির ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ আরও অনেকেই। এর আগে, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন নেতাকর্মীরা। আরটিভি/এমকে-টি
আওয়ামী লীগের মধ্যে ভদ্রলোকের সংখ্যা খুবই কম: টুকু
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আওয়ামী লীগের মধ্যে ভদ্রলোকের লোকের সংখ্যা খুবই কম, নেই বললেই চলে। বাংলাদেশের মানুষ কিন্তু আওয়ামী লীগকে ভদ্রলোক বলে না। কারণ, তারা গুণিজনের কদর দিতে জানে না। গণহত্যাকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র-জনতার আন্দোলনের মুখে।  রোববার (১৭ নভেম্বর) দুপুরে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মওলানা ভাসানীকে তার হাতে গড়া আওয়ামী লীগ কখনো সম্মান বা শ্রদ্ধা প্রদর্শন করেনি। স্বৈরাচার হাসিনা কখনো মওলানা ভাসানীর মাজার জিয়ারত করতে আসেনি। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভাসানীর মাজার জিয়ারত করেছেন। বিএনপি গুণী মানুষের সম্মান দিতে জানেন।  মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা না আসায় ক্ষোভ প্রকাশ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আজকে তাদের এখানে আসা দরকার ছিল। তিনি আরও বলেন, আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চায়।  এ জন্য তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি করেন।  স্মরণসভায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা আতাউর রহমান ঢালী, আবুল কালাম আজাদ, ওবায়দুল হক নাসির ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ আরও অনেকেই। এর আগে, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন নেতাকর্মীরা। আরটিভি/এমকে-টি
টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযান, ১০৪ ভরি স্বর্ণ উদ্ধার
টাঙ্গাইলের মির্জাপুরে একটি জুয়েলারি দোকানে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ নগদ ৬৮ লক্ষাধিক টাকা জব্দ করা হয়েছে যৌথবাহিনী। বৃহস্পতিবার মির্জাপুর বাজারের ইটালি প্লাজা মার্কেটে এম আর জুয়েলারি স্টোর নামক দোকানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এ অভিযান চালান। শুক্রবার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। অভিযান সূত্রে জানা যায়, মির্জাপুর বাজারের ইটালি প্লাজা মার্কেটে এম আর জুয়েলারি স্টোর দোকানের মালিক মজিবর রহমান দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্বর্ণ চোরাচালান করে আসছিলেন। বৃহস্পতিবার দুপুরে এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী ওই স্বর্ণের দোকানে অভিযান চালায়। এ ছাড়া পৌরসদরের থানা রোড এলাকায় অবস্থিত মজিবর রহমানের ফ্ল্যাট বাসাতে তল্লাশি করা হয়। স্বর্ণের দোকান থেকে ৪টি স্বর্ণেরবার, ১৭২টি চেইন, আংটি ২৯টি, বালা ৮টি, কানের দুল ১০ জোড়াসহ সর্বমোট ১০৪ ভরি স্বর্ণ, নগদ ৬৮ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়। বর্তমানে স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা। অভিযানে মির্জাপুর ক্যাম্প কমান্ডার মেজর সাদীক, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, টাঙ্গাইল জেলা কাস্টমস, একসাইজ ও ভ্যাট কর্মকর্তা পারভেজ রেজা, দেওহাটা ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন, মির্জাপুর থানার উপপরিদর্শক হাবিবুর রহমান, জহিরুল ইসলাম, আনোয়ার হোসেনসহ বিপুল পরিমাণ পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জুয়েলারি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আরটিভি/এমকে/এআর
সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩টি মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে সংশ্লিষ্ট আদালতের বিচারক এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এ সময় আব্দুর রাজ্জাককে আদালতে আনা হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীরা শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। মঙ্গলবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সফিকুল ইসলাম রিপন।   আদালত সূত্রে জানা যায়, ঢাকায় বিভিন্ন মামলায় রিমান্ড শেষে আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলে আনা হয়। পরে সোমবার বিকেলে টাঙ্গাইল সদর থানায় শিক্ষার্থী মারুফ হত্যা মামলায়, মির্জাপুর থানায় শিক্ষার্থী ইমন হত্যা মামলায় এবং মধুপুর থানায় হামলা ও ভাঙচুরের মামলায় আব্দুর তাকে আদালতে তোলা হয়। এ সময় পুলিশ ৭ দিন করে রিমান্ডের আবেদন করে এবং একই সঙ্গে আব্দুর রাজ্জাকের পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। পরে সংশ্লিষ্ট আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে প্রতিটি মামলায় ৫ দিন করে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ বিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সফিকুল ইসলাম রিপন বলেন, আদালতের বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে ৩ মামলায় ৫ দিন করে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরটিভি/এমকে-টি
প্রাকৃতিক বনায়নে আর কোন সামাজিক বনায়ন হবে না: সৈয়দা রিজওয়ানা
পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রাকৃতিক বনে সামাজিক বনায়ন থাকবেনা, প্রাকৃতিক বনে বন থাকবে। আপনি যদি সামাজিক বনায়ন করেন, তাহলে চুক্তি স্বাক্ষর করেন উপকারভোগীদের সঙ্গে। এরপর সামাজিক বনায়নের গাছগুলো কেটে উপকারভোগীদের মাঝে পয়সা বিতরণ করে দেন। বনবিভাগের প্রাথমিক দায়িত্ব পয়সা বিতরণ করা না। তাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে প্রাকৃতিক বনকে রক্ষা করা। প্রাকৃতিক বনায়নে আর কোন সামাজিক বনায়ন হবে না।  বুধবার (৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলে বুরো বাংলাদেশ মিলনাতনে আয়োজিত আন্তর্জাতিক পরিবেশ সন্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় বিদ্যুৎ অপচয় রোধের বিষয়ে তিনি বলেন, আপনারা দেখতে পাচ্ছেন দিনের বেলায় সকল লাইট বন্ধ করে দিয়েছি। এই বিদ্যুৎ কোথা থেকে উৎপাদন হয়, কিভাবে হয় তা জানতে হবে। আমরা কেন দিনের বেলায় বিদ্যুৎ অপচয় করবো। প্রাকৃতিক আলো থাকার পরেও কেন দিনের বেলায় লাইট জ্বালিয়ে প্রগ্রাম করব। তিনি বলেন, ঢাকার বুড়িগঙ্গা নদী উদ্ধার করা যাচ্ছে না। নদীর নিচে তিন থেকে চার আস্তরের পলিথিন পড়ে আছে। এ কারণে সেখানে ড্রেজিং করা সম্ভব না। তাই আমাদের সকলের উচিৎ পলিথিন ব্যবহার বন্ধ করা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শহীদুল হক, আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশীদ, রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন। সভাপতিত্ব করেন বুরো বাংলাদেশের এইচআরডি অ্যান্ড আইসিটি ডিরেক্টর অপারেশন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফারমিনা হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সবুজ পৃথিবীর সবুজ পৃথিবীর নির্বাহী পরিচালক সহিদ মাহমুদ। আরটিভি/এমকে