• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo
মির্জাপুর থানার ওসি ও তিন এসআই প্রত্যাহার
টাঙ্গাইলের মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২
টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই মিলগেট এলাকায় এ দুর্ঘটনা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এসআই আনিসুজ্জামান । নিহতরা হলেন, নীলফামারী জেলার ডিমলা উপজেলার রামডাঙা গ্রামের মৃত দুলাল হোসেনের স্ত্রী ফরিনা বেগম (৫৫) ও বাসের সুপারভাইজার একই জেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে মুগনী (৩৫)। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, নীলফামারী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা অনিতা পরিবহনের একটি বাস বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় পৌঁছায়। এ সময় সেখানে পল্লীবিদ্যুতের খুঁটি বোঝাই থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসের সামনের গ্লাস ভেঙে পল্লীবিদ্যুতের খুঁটি বাসের ভেতরে ঢুকে ওই দুজন নিহত হন। এ ঘটনায় আরও ২ যাত্রী আহত হয়েছে।  এ বিষয়ে এসআই আনিসুজ্জামান বলেন, ‘বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
মির্জাপুরের পুকুরপাড়ে গ্রেনেড উদ্ধার
গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আহত ১০
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ছাত্রলীগ নেতা
যাত্রীবাহী বাসে ডাকাতি, ছুরিকাঘাতে পুলিশ সদস্য হাসপাতালে 
ছিনতাইয়ের সময় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে ছিনতাইয়ের সময় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন।  সোমবার (২৫ মার্চ) রাতে মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় স্থানীয়রা তাদেরকে আটক করে দেওহাটা পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার দুই পুলিশ কনস্টেবল হলেন- সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কোদালিয়ার ময়নাল হকের ছেলে মো. মোহসীন মিয়া এবং টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরেকপুর গ্রামের কৈলা রাজবংশীর ছেলে রিপন রাজবংশী। জানা গেছে, সোমবার রাতে ধেরুয়া ফ্লাইওভার ব্রিজের দক্ষিণ পাশে একটি পিকআপকে সিগনাল দিয়ে চালক ও হেলপারকে গাড়ি থেকে নামায়। এরপর থানায় নেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ১১ হাজার ৫৫০ টাকা ছিনিয়ে নেয় ওই দুই পুলিশ সদস্য। পরে ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ওই দুই কনস্টেবলকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি হ্যান্ডকাফ, পুলিশের পোশাক ও বেল্ট ও নগদ ৩০ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়। পরে তাদেরকে দেওহাটা পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে স্থানীয়রা। ওই রাতেই পিকআপ চালক রানা বাদী হয়ে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেপ্তার ওই দুই কনস্টেবল মানিকগঞ্জের দৌলতপুর থানায় কর্মরত। ইতোমধ্যে তাদেরকে বহিষ্কার করেছেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। তারা টাঙ্গাইলে গ্রেপ্তার হওয়ায় মানিকগঞ্জের দৌলতপুর থানার এসআই খলিল তাদের তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেছেন। মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, এই ঘটনায় পিকআপ চালক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।  
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিশু ও নারী নিহত
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নারী হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকালে ও দুপুরে এ দুর্ঘটনা দুটি ঘটে।  নিহতরা হলেন মধুপুর উপজেলার বেকারকোনা গ্রামের সুভাষ দেবনাথের স্ত্রী সরস্বতী দেবনাথ (৫৭) এবং গোপালপুর উপজেলার মির্জাপুর উত্তরপাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে সিয়াম (৮)। সকালে মির্জাপুর উত্তরপাড়া এলাকায় ট্রাকের চাপায় শিশু সিয়াম এবং দুপুরে ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা থেকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু হয়েছে। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর মুদিখানা এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠান শেষে মধুপুর যাওয়ার সময় অটো থেকে ওই নারী পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাকে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ওসি ইমদাদুল ইসলাম আরও জানান, এর আগে সকালে মির্জাপুর উত্তরপাড়া এলাকায় শিশু সিয়াম অটো থেকে নেমে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপায় দেয়। এ সময় সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওই শিশুর মৃত্যু হয়।  আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি। 
টাঙ্গাইলে পিকআপ ও সিএনজি সংঘর্ষ, নিহত ৪
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর। তিনি জানান, বিকেলে সখিপুর থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে মির্জাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, সখীপুর থেকে একটি পিকআপ ভ্যান উপজেলার বাঁশতৈল তেলিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। গুরুতর আহত হন আরও একজন। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
নৌকার প্রচারণায় খিচুড়ি রান্না করে বিএনপি নেতার জরিমানা
টাঙ্গাইলের মির্জাপুরে নৌকার প্রচারণায় অংশ নেওয়া কর্মী-সমর্থকদের জন্য বড় ১০ ডেকচিতে খিচুড়ি রান্না করে ১০ হাজার টাকা জরিমানা গুনেছেন বানাইল ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী। জানা যায়, আব্দুল্লাহ আল মামুন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা ওলামা দলের আহ্বায়ক। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে বানাইল ইউনিয়নের বানাইল গ্রামে নৌকা প্রার্থীর পক্ষে ৫ গ্রামের কর্মী-সমর্থকদের জন্য খিচুড়ি ভোজের আয়োজন করেছিলেন তিনি।  খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।  এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন বিচারক। এ বিষয়ে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানান, নৌকার প্রার্থীর টাকায় বানাইল ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন খিচুড়ি রান্না করছিলেন বলে তাকে জানিয়েছেন। এটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এজন্য তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।