• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo
মির্জাপুরে বাসচাপায় নিহত ১
মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫
টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে এইচএসসি পরীক্ষায় এবারও সেরা ফলাফল অর্জন করেছে। বিজ্ঞান বিভাগ থেকে ৪৮ জন ক্যাডেট এইচএসসি পরীক্ষায় ইংরেজি ভার্সনে অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে ৪৬ জন পেয়েছে গোল্ডেন জিপিএ-৫।  মঙ্গলবার (১৫ অক্টোবর) ফলাফল প্রকাশের পর ৪৬ জন ক্যাডেট গোল্ডেন জিপিএ-৫ পাওয়ায় ও সেরা ফলাফল অর্জন করায় ক্যাডেট কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা দিয়েছে। মির্জাপুর ক্যাডেট কলেজের অ্যাডজুট্যাণ্টসহ শিক্ষকরা জানান, মির্জাপুর ক্যাডেট কলেজ একটি অনন্য ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। ক্যাডেট কলেজের পরিচালনা পরিষদ, কলেজের অধ্যক্ষ, শিক্ষক মণ্ডলী, অভিভাবক ও ক্যাডেটদের অক্লান্ত পরিশ্রমের ফলেই প্রতি বছর জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ইংরেজি ভার্সনে মির্জাপুর ক্যাডেট কলেজ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে মেধা তালিকায় স্থান দখল করে আসছে। এ বছরও এইচএসসি পরীক্ষায় ফলাফল সন্তোষজনক হয়েছে। ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী জানান, ‘জ্ঞানই শিক্ত, বিদ্যাই বল’ স্লোগানে মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত। বিগত দিনেও সবার সার্বিক সহযোগিতায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে মির্জাপুর ক্যাডেট কলেজের সুনাম যেন দেশে ও বিদেশে ছড়িয়ে পড়ে সেজন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। আরটিভি/এএএ/এসএ  
বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু
মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে 
মির্জাপুর থানার ওসি ও তিন এসআই প্রত্যাহার
টাঙ্গাইলের মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২
মির্জাপুরের পুকুরপাড়ে গ্রেনেড উদ্ধার
টাঙ্গাইলের মির্জাপুরের একটি পুকুর থেকে গ্রেনেড উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ জুন) রাত ১০টায় উপজেলার পৌর এলাকার পাহাড়পুর গ্রামের দেলোয়ার হোসেনের পুকুর থেকে এ গ্রেনেড উদ্ধার করে পুলিশ। গ্রেনেড উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। গ্রেনেডটি দেখতে স্থানীয়রা পুলিশের গাড়ির কাছে ভিড় জমায়। পুলিশ জানায়, স্থানীয়রা দেলোয়ার হোসেনের পুকুরপাড়ে গ্রেনেডটি দেখতে পেয়ে ৯৯৯ এ কল দেন। পরে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মির্জাপুর থানার এসআই করিম হোসেন। তিনি বলেন, ‘স্থানীয়রা দেলোয়ার হোসেনের পুকুরপাড়ে গ্রেনেডটি দেখতে পেয়ে ৯৯৯ এ কল দেন। এ খবর পেয়ে গ্রেনেডটি রাত ১০টার দিকে উদ্ধার করা হয়েছে। গ্রেনেডটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কালের হতে পারে বলে ধারণা করছি।’
গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আহত ১০
টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেসের চাকার ঘর্ষণে হাইড্রোলিক ব্রেকে আগুন লাগে। এসময় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০জন আহত হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার মহেড়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ক্রসিংয়ের জন্য সিল্কসিটি এক্সপ্রেসকে মহেড়া স্টেশনে থামানো হয়। এসময় ট্রেনের ‘ট’ বগির কয়েকজন যাত্রী নিচে নেমে হাইড্রোলিক ব্রেকে আগুন দেখতে পান। আগুনের খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা ভয়ে ট্রেন থেকে লাফিয়ে নামার চেষ্টা করলে অন্তত ১০জন আহত হন। পরে ট্রেনের কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। মহেড়া রেলস্টেশন মাস্টার সোহেল খান জানান, ক্রসিংয়ের জন্য সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে থামানো হয়েছিল। সিল্কসিটি এক্সপ্রেস থামানোর সময় গরমে চাকার ঘর্ষণে হাইড্রোলিক ব্রেক থেকে আগুন লাগে। যাত্রীরা তাৎক্ষণিক জানতে পারায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। ট্রেন থেকে লাফিয়ে নিচে নামার কারণে আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ট্রেনটি ১ ঘণ্টা ২৫ মিনিট পর সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। এ বিষয়ে মির্জাপুর স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, অগ্নিকাণ্ডের ঘটনার কারণে মির্জাপুর রেলস্টেশনে সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছুক্ষণ থেমে ছিল। পরে মির্জাপুর থেকে দেরিতে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ছাত্রলীগ নেতা
টাঙ্গাইলের মির্জাপুরে সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন ছাত্রলীগের এক নেতা। শনিবার (১৩ এপ্রিল) সকাল ৯টার সময় উপজেলার বহুরিয়া ইউনিয়নের বুধিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রোমান খান (২৬) উপজেলার বহুরিয়া গ্রামের আউলাদ খানের ছেলে ও বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক বলে জানা যায়। এলাকাবাসী জানায়, উপজেলার বুধিরপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে হাছানের সঙ্গে সখিপুর উপজেলার হতেয়া রাজাবাড়ী গ্রামের বারেক মিয়ার মেয়ে চম্পা আক্তার (২৫) এর পারিবারিকভাবে ২০১৭ সালে বিয়ে হয়। তাদের সংসারে ১৯ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। প্রবাসে থাকার সুযোগে ছাত্রলীগ নেতা রোমান খান চম্পা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। প্রবাসী হাছানের জমানো নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও ৯ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কারসহ চম্পাকে নিয়ে উধাও হন ছাত্রলীগের আহ্বায়ক রোমান খান।  প্রবাসী হাছানের বাবা দেলোয়ার হোসেন শনিবার (১৩ এপ্রিল) রাতে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। উধাও হওয়া ছাত্রলীগ নেতা রোমান খানের মন্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে এলাকায় পাওয়া যায়নি। এ ছাড়া মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। মির্জাপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সেতাব মাহমুদ বলেন, আমি ঢাকায় রয়েছি। বিষয়টি আপনার মাধ্যমেই শুনতে পেলাম। এ ব্যাপারে আমাকে কেউ অবগত করেনি। আমি খোঁজ নিচ্ছি। এ বিষয়ে মির্জাপুর থানাও ওসি মো. রেজাউল করিম জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
যাত্রীবাহী বাসে ডাকাতি, ছুরিকাঘাতে পুলিশ সদস্য হাসপাতালে 
টাঙ্গাইলে যাত্রীবাহী বাসে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই নামক এলাকায় ডাকাত দলের ছুরিকাঘাতে সুভাষ চন্দ্র সাহা নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। সুভাষচন্দ্র নাটোরের সিংড়া থানার ডাহিয়া গ্রামের কুবির সাহার ছেলে। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত আছেন। জানা যায়, পুলিশ সদস্য সুভাষচন্দ্র গতকাল ঢাকায় একটি মামলার সাক্ষী দেওয়া শেষে রাতের দিকে বাসযোগে কর্মস্থলে ফিরছিলেন। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই নামক স্থানে পৌঁছালে  একদল ডাকাত বাসের ভেতর উঠে ডাকাতি শুরু করে। এ সময় পুলিশ সদস্য সুভাষ চন্দ্র বাধা দিলে ডাকাত দল তার শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে রক্তাক্ত করে। কাছে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে মির্জাপুর থানা পুলিশ ঘটনাটি জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসা চলছে তার। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, আজ সকালে গুরুতর আহত অবস্থায় ওই পুলিশকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
ছিনতাইয়ের সময় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে ছিনতাইয়ের সময় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন।  সোমবার (২৫ মার্চ) রাতে মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় স্থানীয়রা তাদেরকে আটক করে দেওহাটা পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার দুই পুলিশ কনস্টেবল হলেন- সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কোদালিয়ার ময়নাল হকের ছেলে মো. মোহসীন মিয়া এবং টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরেকপুর গ্রামের কৈলা রাজবংশীর ছেলে রিপন রাজবংশী। জানা গেছে, সোমবার রাতে ধেরুয়া ফ্লাইওভার ব্রিজের দক্ষিণ পাশে একটি পিকআপকে সিগনাল দিয়ে চালক ও হেলপারকে গাড়ি থেকে নামায়। এরপর থানায় নেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ১১ হাজার ৫৫০ টাকা ছিনিয়ে নেয় ওই দুই পুলিশ সদস্য। পরে ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ওই দুই কনস্টেবলকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি হ্যান্ডকাফ, পুলিশের পোশাক ও বেল্ট ও নগদ ৩০ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়। পরে তাদেরকে দেওহাটা পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে স্থানীয়রা। ওই রাতেই পিকআপ চালক রানা বাদী হয়ে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেপ্তার ওই দুই কনস্টেবল মানিকগঞ্জের দৌলতপুর থানায় কর্মরত। ইতোমধ্যে তাদেরকে বহিষ্কার করেছেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। তারা টাঙ্গাইলে গ্রেপ্তার হওয়ায় মানিকগঞ্জের দৌলতপুর থানার এসআই খলিল তাদের তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেছেন। মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, এই ঘটনায় পিকআপ চালক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।  
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিশু ও নারী নিহত
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নারী হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকালে ও দুপুরে এ দুর্ঘটনা দুটি ঘটে।  নিহতরা হলেন মধুপুর উপজেলার বেকারকোনা গ্রামের সুভাষ দেবনাথের স্ত্রী সরস্বতী দেবনাথ (৫৭) এবং গোপালপুর উপজেলার মির্জাপুর উত্তরপাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে সিয়াম (৮)। সকালে মির্জাপুর উত্তরপাড়া এলাকায় ট্রাকের চাপায় শিশু সিয়াম এবং দুপুরে ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা থেকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু হয়েছে। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর মুদিখানা এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠান শেষে মধুপুর যাওয়ার সময় অটো থেকে ওই নারী পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাকে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ওসি ইমদাদুল ইসলাম আরও জানান, এর আগে সকালে মির্জাপুর উত্তরপাড়া এলাকায় শিশু সিয়াম অটো থেকে নেমে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপায় দেয়। এ সময় সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওই শিশুর মৃত্যু হয়।  আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।