• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তিতে মিষ্টি বিতরণ
ইসকন নিষিদ্ধের দাবিতে ভূঞাপুরে বিক্ষোভ 
চট্টগ্রামে মসজিদ ভাঙচুর, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও ইসকন নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভূঞাপুর উপজেলা প্রাঙ্গণ হতে বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভূঞাপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এ সময় বক্তারা চট্টগ্রামের ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেপ্তার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংগঠনকে (ইসকন) বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানান। এবং আইনজীবী হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।   বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, উপজেলা বিএনপির সহসভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন তালুকদার, কোষাধ্যক্ষ সোলায়মান হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলম, ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আরটিভি/এএএ/এস
তারেক রহমান কারো সঙ্গে আঁতাত করেননি, আপস করেননি: টুকু
গণহত্যাকারীদের কোনো ছাড় নেই: টুকু 
টাঙ্গাইলে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড
৫ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
ভূঞাপুরে সাইফুল হত্যা, প্রধান আসামি তিন দিনের রিমান্ডে
টাঙ্গাইলের ভূঞাপুরে মাংস ব্যবসায়ী সাইফুল হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত লিয়াকতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। লিয়াকত তালুকদার কুকাদাইর গ্রামের সন্দেশ তালুকদারের ছেলে। শনিবার (১২ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড চেয়ে লিয়াকতকে আদালত পাঠায়। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভূঞাপুর) আদালতের বিচারক রুমেলিয়া সিরাজাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য লিয়াকতকে ভূঞাপুর থানায় নিয়ে আসা হয়েছে। সে সাইফুল হত্যা মামলার ১ নম্বর আসামি। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদুল ইসলাম জানান, লিয়াকত হত্যার ঘটনায় শুক্রবার রাতে তার ছেলে সজিব বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ওই রাতেই আসামি লিয়াকতকে গোবিন্দাসী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরের দিন শনিবার সকালে তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল রাত থেকে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।  তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিয়াকত চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের স্বার্থে কিছু বলা যাচ্ছে না।  উল্লেখ্য, ঢাকায় মাংসের ব্যবসা করত সাইফুল। বুধবার দুপুরে বাড়িতে আসার উদ্দেশে রওনা দেন তিনি। রাতে বাড়ি না ফেরায় খোঁজ নিতে থাকে পরিবারের লোকজন। বৃহস্পতিবার সকালে নিজবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভূঞাপুর-যমুনা সেতু সড়কের পাশে স্থানীয় লোকজন সাইফুলের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় শুক্রবার রাতে সাইফুলের ছেলে সজিব বাদি হয়ে লিয়াকতকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।  আরটিভি/এফআই-টি
বাড়ি ফেরা হলো না মাংস ব্যবসায়ীর, সড়কের পাশে মিলল মরদেহ
টাঙ্গাইলে এক মাংস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ভূঞাপুর উপজেলার কষ্টাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম সাইফুল ইসলাম। তিনি কুকাদাইর গ্রামের মৃত বদি তালুকদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় মাংসের ব্যবসা করতো সাইফুল। গতকাল দুপুরে বাড়িতে আসার উদ্দেশ্যে রওনা দেন তিনি। রাতে বাড়ি না ফেরায় খোঁজ নিতে থাকে পরিবারের লোকজন। আজ সকালে নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভূঞাপুর-যমুনা সেতু সড়কের পাশে স্থানীয় লোকজন সাইফুলের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।  এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। দেখে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। নিহতের নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য সাইফুলের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার হত্যার আসল কারণ জানা যাবে৷ এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আরটিভি/আইএম
টাঙ্গাইলে প্রকাশ্যে যুবককে হত্যা, প্রতিবাদে ঝাড়ু মিছিল
টাঙ্গাইলের ভূঞাপুরে প্রকাশ্য দিবালোকে মুসলিম উদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল, বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ভূঞাপুর-যমুনা সেতু সড়কের মাটিকাটা এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এতে মুসলিম উদ্দিনের পরিবার ও আত্মীয়স্বজনসহ হাজারও এলাকাবাসী অংশ নেয়।  বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো. আমজাদ হোসেন, মোনায়েম হোসেন মোন্নাফ, নুরুল ইসলাম নুরু, মো. হাসমত নেতা, মো. মোমিন মিয়া, রতন মিয়া, মো. শিবলু, আকাব্বর হোসেন প্রমুখ। বক্তারা বলেন, মুসলিম উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার ইন্ধন দাতাসহ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তারা। এ দিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম ও উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে ২ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে লোকজন অবরোধ তুলে নেয়। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, মুসলিম উদ্দিন হত্যার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিরা দেশের যে প্রান্তেই থাকুক না কেন তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হবে। ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা বিনতে আখতার বলেন, মুসলিম উদ্দিন হত্যা মামলার আসামিদের ব্যাপারে আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। তারা যেখানেই থাকুক না কেন, তাদের খুঁজে বের করে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, গত ৪ অক্টোবর বিকালে সালিশ শেষে ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে মুসলিম উদ্দিনের ওপর হামলা চালায় সুজন, রাকিব, মর্তুজ ও তার সহযোগীরা। হামলায় নিহত হন মুসলিম। আহত হন মুসলিমের বাবাসহ ৬ জন। এ ঘটনায় মুসলিমের ভাই মুসা বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ হালিম নামের একজনকে গ্রেপ্তার করেছে।  আরটিভি/এমকে
ফ্যাসিবাদ খুনিচক্রের বিচার দেশের মাটিতে হবে: টুকু
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা এদেশের মানুষকে হত্যা করেছে তাদের বিচার হওয়া উচিত। যে অন্যায় করবে তার বিচার হবে। যারা গণহত্যা চালিয়েছে, সেসব ফ্যাসিবাদ খুনিচক্রের প্রত্যেকের বিচার বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। যাতে করে ভবিষ্যতে কোনো স্বৈরাচার ফ্যাসিবাদের আবির্ভাব এ দেশের মাটিতে না ঘটে।  রোববার (৬ অক্টোবর) সকালে টাঙ্গাইলের ভূঞাপুরে শহীদ জিয়া মহিলা কলেজে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। টুকু বলেন, আমাদের দল গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্র লালন করে। আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। মানুষকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র দিয়েছিলেন স্বৈরাচার এরশাদের পতনের মধ্য দিয়ে। সেই গণতন্ত্র হরণ করেছিল ফ্যাসিবাদরা ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে। তিনি আরও বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। একটি সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ আমরা চাই। সকলের জন্য সমান অধিকারপূর্ণ বাংলাদেশ চাই। বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই। যাতে কোন বৈষম্য থাকবে না। কারো মধ্যে কোন প্রতিহিংসা থাকবে না! সুন্দরভাবে বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। সেজন্য সকলকে মানসিকভাবে পরিবর্তন হতে হবে।  বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তি দাবি করেন তিনি।  মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তাফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, ভূঞাপুর থানার ওসি একে এম রেজাউল করিম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমুখ।  আরটিভি/এএএ/এআর
মোবাইলে জুয়া খেলা নিয়ে সালিশি বৈঠকে যুবককে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের ভূঞাপুরে মোবাইলে জুয়া খেলাকে কেন্দ্র করে সালিশি বৈঠকে কথা কাটাকাটির জেরে মুসলিম উদ্দিন (৩৫) না‌মে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত মুসলিমের বাবা ও চাচাসহ ৫-৬ জন আহত হয়েছেন।  শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নের পরিষদ সংলগ্ন মাটিকাটা ব্রিজপাড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত মুস‌লিম মাটিকাটা গ্রামের জোয়া‌হে‌র আলীর ছে‌লে। তবে মুসলিমের পরিবার ও স্থানীয় লোকজন বলছেন, মুসলিম জুয়ার সঙ্গে জড়িত ছিল না। বালু ঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে।  জানা যায়, মাটিকাটা গ্রামের সুজনের ভাগিনা নয়নের সঙ্গে মোবাইল অনলাইনে জুয়া খেলার মূলহোতা একই গ্রামের রাহিমের সঙ্গে জুয়ার টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নিকরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত রমজান আলীর বাসায় একটি সালিশি বৈঠক হয়। এ সময় দু'পক্ষের লোকদের কথা কাটাকাটি হয়। এ সময় মুসলিমও সেখানে ছিলেন। কোনো মীমাংসা ছাড়াই সালিশ শেষ হয়। এক পর্যায়ে সবাই সালিশ থেকে বের হয়ে যায়। পরে মাটিকাটা ব্রিজপাড় মোড়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে সুজন, রাকিব ও তার বন্ধুরা মুসলিমের ওপর হামলা করে। পরে তার স্বজনরা এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মুসলিম। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মুসলিম মারা যান। এ ঘটনায় আহতদের টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে ময়নাতদন্ত শেষে মুসলিমের লাশ গ্রামের বাড়িতে আসে। পরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত মুসলিম উদ্দিনের মামা আশরাফ আলী জানান, আমার ভাগিনা কোনো মোবাইল অনলাইনে জুয়া খেলার সঙ্গে জড়িত ছিল না। পূর্ব শত্রুতার জেরে ও বালুঘাটকে কেন্দ্র করে মুসলিম উদ্দিনকে হত্যা করা হয়।  তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি। নিকরাইল ইউনিয়ন পরিষদের সদস্য আমজাদ হোসেন জানান, মোবাইল অনলাইনে জুয়া খেলা নিয়ে সাবেক চেয়ারম্যান মৃত রমজান আলীর বাসায় একটি শালিস বসে। সালিশের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সবাই চলে গেলে ব্রিজপাড় এলাকায় মুসলিমকে কুপিয়ে হত্যা করা হয়। এতে কয়েকজন আহত হয়। তবে মুসলিম কোন জুয়ার সঙ্গে জড়িত ছিল না। তাকে পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই হামলার সিসিটিভির একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে স্থানীয় সুজন, রাকিব, রহমান, ফরহাদ, কালামসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে মুসলিমের ওপর হামলা চালাচ্ছে। এদের মধ্যে ফরহাদ, রহমান রাকিবসহ আরেকজনের হাতে রামদা দেখা গেছে। মুসলিমকে এলোপাথাড়ি কোপাতে থাকে তারা। পরে সে মাটিতে লুটিয়ে পড়ে। তবে এখন পর্যন্তও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।  এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি (অফিসার ইনচার্জ) একে এম রেজাউল করিম বলেন, মাটিকাটা এলাকায় মুসলিম নামে এক যুবককে হত্যা করা হ‌য়ে‌ছে। অপরাধীদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে। মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। আরটিভি/এএএ/এআর
মোবাইলে জুয়া খেলা নিয়ে সালিশি বৈঠক, যুবককে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের ভূঞাপুরে মোবাইলে জুয়া খেলার টাকা বা‌টোয়ারা নি‌য়ে সালিশি বৈঠকে মুসলিম (৩৫) না‌মে এক যুবককে কুপিয়ে হত্যা করা হ‌য়ে‌ছে। এ সময় হামলায় নিহত মুসলিমের বাবা ও চাচাসহ ৬ জন আহত হয়েছেন। হত্যার ঘটনায় হালিম না‌মের একজনকে আটক ক‌রে‌ছে পু‌লিশ। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নের পরিষদ সংলগ্ন মাটিকাটা ব্রিজপাড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম। নিহত মুস‌লিম মাটিকাটা গ্রামের জোয়া‌হে‌রের ছে‌লে।  জানা যায়, মাটিকাটা গ্রামের রাকিব ও সুজনের এক ভাগিনার সঙ্গে মোবাইল ফো‌নে অনলাইনে জুয়া খেলা একই গ্রামের নয়নের সাথে টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় সন্ধ্যায় মাটিকাটা ব্রিজপাড় বাজারে সালিশি বৈঠক বসে স্থানীয়রা। এ সময় মুসলিমের সঙ্গে রাকিব ও সুজনের ভাগিনার সঙ্গে মাতাব্বরদের সামনে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে রাকিব ও সুজন তাদের বন্ধুদের ফোন করে সালিশে ডেকে এনে মুসলিমকে এলোপাতাড়ি দেশীয় অস্ত্র দিয়ে কু‌পি‌য়ে হত্যা ক‌রে।  এ সময় তার স্বজনরা বাধা দি‌তে গে‌লে তাদের ওপর হামলা করে বেশ ক‌য়েকজন‌কে আহত ক‌রা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত মুস‌লিম‌কে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, পূর্ব শত্রুতার জেরে মুসলিম নামে এক যুবককে হত্যা করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় হালিম নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত ক‌রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ‌বে। আরটিভি/এমকে/এআর