• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo
বাড়ির পাশের পুকুরে মিলল শিশু তাওহীদের মরদেহ
বাবার বিচার দাবিতে মানববন্ধনে ছেলে
টাঙ্গাইলের সখিপুরে রওশন আরা নামের এক গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ ঘটনায় মায়ের হত্যাকারী বাবার বিচার দাবি করে এলাকাবাসী ও স্বজনদের সঙ্গে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছেলে রুবেল মিয়া।  শুক্রবার (১ নভেম্বর) সকালে শ্রীপুর এলাকায় এ কর্মসূচি পালন করে তারা। এতে শতশত নারী-পুরুষ অংশ নেয়।  মানববন্ধন ছেলে রুবেল মিয়া বলেন, বাবা মাকে মারধর করে বিষ খাইয়ে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে। তাকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি।   উল্লেখ্য গত ২২ অক্টোবর জাহাঙ্গীর আলম তার স্ত্রী রওশন আরাকে মারধর করে। এরপর বাজার থেকে ঘাস মারার বিষ এনে তাকে জোরপূর্বক খাইয়ে দিলে অসুস্থ হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সুস্থ হলে ওইদিন বিকেলে রওশন আরাকে স্বামীর বাড়িতে আনা হয়। দুইদিন পর শুক্রবার সকালে ছেলেরা রওশন আরাকে নিজ ঘরে মৃত দেখতে পেয়ে থানায় খবর দিলে বেলা সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠিয়ে দেয়। জাহাঙ্গীর-রওশন আরা দম্পতির দুই ছেলে। ছোট ছেলের নাম রনি (২৮) ও বড় ছেলের নাম রুবেল মিয়া (৩২)। তারমধ্যে ১০ বছর যাবত সৌদি আরবে থাকেন রনি। তিনি মায়ের বিষ পানের খবর শুনে সেদিনই প্রবাস থেকে চলে আসেন। এ ঘটনায় শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে হত্যার অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার বড় ছেলে রুবেল মিয়া। এ ঘটনায় সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। রিপোর্ট হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এএএ/এসএ
জিপিএ-৫ পেলেন দুই শিক্ষক দম্পতির যমজ কন্যারা
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর 
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
সখীপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু
সখীপুরে প্রবাসীর স্ত্রীর একসঙ্গে ৬ সন্তান জন্ম, বেঁচে নেই কেউ
টাঙ্গাইলের সখীপুরে একই মায়ের গর্ভে ৬ সন্তানের জন্ম হয়েছে।  বুধবার (১১ এপ্রিল) উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা কড়ইচালা এমন বিরল ঘটনাটি ঘটে।  সখীপুরে এমন ঘটনা এটিই প্রথম।  প্রবাসী ফরহাদ মিয়ার মামা উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান মিয়া জানান, আমার ভাগ্নের স্ত্রী সুমনা আক্তার (২৬) প্রায় ৫ মাস যাবৎ অন্তঃসত্ত্বা। ঈদের দিন হঠাৎ আনুমানিক সকাল ১০টার দিকে প্রচন্ড পেটে ব্যথা অনুভব করলে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সুমনার অবস্থা অবনতি হলে, তাকে দ্রুত মির্জাপুর কুমুদিনী হাসপাতালে প্রেরণ করা হয়।  তিনি আরও জানান, কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তারি পরীক্ষা শেষে সুমনার পেটে ৬ বাচ্চার বিষয়টি নিশ্চিত হন। পরে নরমাল ডেলিভারিতে ৪টি মেয়ে ও ২টি ছেলে প্রসব করানো হয়। ওই প্রবাসীর স্ত্রীর গর্ভে ৬ সন্তান কেউই বেঁচে নেই। প্রবাসীর স্ত্রীর অবস্থা এখনও সংকটাপন্ন। এ বিষয়ে বহুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই দম্পতির আগে কোনো সন্তানাদি ছিল না। এমন ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
‘সাধারণ মানুষ খাবে বরই, বিত্তবানরা খেজুর আর মুরগির রান’
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, দেশের সাধারণ মানুষ বরই দিয়ে ইফতার করবে, আর যারা বিত্তবান তারা খেজুর খাবে, মুরগির রান খাবে। এই অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের সক্রিয়তা দরকার। বুধবার (৬ মার্চ) টাঙ্গাইলের সখীপুরে প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের বিচার দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি ও নির্যাতিত নারীকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। কাদের সিদ্দিকী বলেন, আমাদের কথা কে শুনবে। বঙ্গবন্ধু নেই, মাওলানা ভাসানীও নেই। আমরা হয়তো মরলে শুনতে পারে। জনগণ সত্যিকার অর্থে হতাশ হয়ে পড়েছে। আমরা জনগণকে সেভাবে উৎসাহিত করতে পারিনি। প্রবাসীর স্ত্রীকে নির্যাতনকারীর বিচারের জন্য সাত দিনের আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, অপরাধীর বিচার না হলে আমি রাস্তার মধ্যে বসে থাকব, আমি একা হলেও বসে থাকব। এ সময় উপস্থিত ছিলেন, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, আশিক জাহাঙ্গীর, আবু জাহিদ রিপন প্রমুখ।
ছেলের হাতে বাবা খুন
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ছেলের হাতে আবদুস সামাদ (৫৫) নামের এক ব্যক্তির খুন হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে তার বাড়ির রান্নাঘরে আবদুস সামাদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানিয়েছে, নিহত আবদুস সামাদের ছেলে ওয়াহেদ আলী মাদকাসক্ত। সন্ধ্যায় তাকে বাড়িতেই দেখা গেছে। মরদেহ উদ্ধারের পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো কারণে মাদকাসক্ত ছেলেই হয়তো বাবাকে খুন করেছে–এমন ধারণা করছেন স্থানীয়রা। সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে।
টাঙ্গাইলের সখিপুরে ফ্রি ক্যাম্পে ৩ হাজার রোগীর চিকিৎসা
প্রতি বছরের মতো এবারও ভাষা শহীদের স্মরণে টাঙ্গাইলের সখিপুরে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প। বুধবার (২১ ফেব্রুয়ারি) সখিপুর উপজেলার হাতিবান্ধা গ্রামে তালিমঘরে দিনব্যাপী বিনামূল্যে এ চিকিৎসাসেবার আয়োজন করে কিডনি এওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)। সখিপুর ছাড়াও আশপাশের উপজেলার প্রায় ৩ হাজার রোগীর মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ ছাড়াও রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ ও প্রায় ৩০০ রোগীকে চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্যে প্রাথমিকভাবে বাছাই করে আয়োজকরা। অধ্যাপক ডা. এম এ সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বিশেষ অতিথি ছিলেন পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফারুক আহমেদ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আওলাদ হোসেন, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আমিন শরীফ সুমন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সখিপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ। ক্যাম্পসের নির্বাহী পরিচালক রেজওয়ান সালেহীন, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হারিসুল হকসহ বরেণ্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, দেড়যুগ ধরে হাতিবান্ধা গ্রামে ক্যাম্পস ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদের স্মরণে দুস্থ ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসার আয়োজন করে আসছে। দিনব্যাপী এ আয়োজনে স্থানীয়রা বিভিন্ন পসরা সাজিয়ে মেলার আয়োজন করে থাকে।