টাঙ্গাইলের সখিপুরে রওশন আরা নামের এক গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ ঘটনায় মায়ের হত্যাকারী বাবার বিচার দাবি করে এলাকাবাসী ও স্বজনদের সঙ্গে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছেলে রুবেল মিয়া।
শুক্রবার (১ নভেম্বর) সকালে শ্রীপুর এলাকায় এ কর্মসূচি পালন করে তারা। এতে শতশত নারী-পুরুষ অংশ নেয়।
মানববন্ধন ছেলে রুবেল মিয়া বলেন, বাবা মাকে মারধর করে বিষ খাইয়ে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে। তাকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি।
উল্লেখ্য গত ২২ অক্টোবর জাহাঙ্গীর আলম তার স্ত্রী রওশন আরাকে মারধর করে। এরপর বাজার থেকে ঘাস মারার বিষ এনে তাকে জোরপূর্বক খাইয়ে দিলে অসুস্থ হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সুস্থ হলে ওইদিন বিকেলে রওশন আরাকে স্বামীর বাড়িতে আনা হয়। দুইদিন পর শুক্রবার সকালে ছেলেরা রওশন আরাকে নিজ ঘরে মৃত দেখতে পেয়ে থানায় খবর দিলে বেলা সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠিয়ে দেয়।
জাহাঙ্গীর-রওশন আরা দম্পতির দুই ছেলে। ছোট ছেলের নাম রনি (২৮) ও বড় ছেলের নাম রুবেল মিয়া (৩২)। তারমধ্যে ১০ বছর যাবত সৌদি আরবে থাকেন রনি। তিনি মায়ের বিষ পানের খবর শুনে সেদিনই প্রবাস থেকে চলে আসেন। এ ঘটনায় শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে হত্যার অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার বড় ছেলে রুবেল মিয়া।
এ ঘটনায় সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। রিপোর্ট হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এএএ/এসএ