• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর 

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৩
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর 
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ছালমা (৪৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস পানাউল্লা পাড়া এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছালমা আক্তার কালিদাস পানাউল্লা পাড়া এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী।

নিহতের বড় ভাই শফির উদ্দিন বলেন, শুক্রবার আসরের পর বাড়ির পাশে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয় ছালমা। পরে উদ্ধার করে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সখীপুর থানার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘কারও কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলের করটিয়া বাজারে আগুন, তিন দোকান পুড়ে ছাই
গৃহবধূকে শিকলে বেঁধে নির্যাতন, থানায় মামলা
বসতবাড়ির রান্নাঘরে ফেনসিডিল, গৃহবধূ গ্রেপ্তার
যমুনা রেলসেতুতে ১২০ কিলোমিটার গতিতে চলল ট্রেন