• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
লালমনিরহাটে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
লালমনিরহাটে গৃহবধূ হত্যা, দুজনের মৃত্যুদণ্ড
লালমনিরহাটের হাতীবান্ধায় গৃহবধূ দিপালী দেব সিংহ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় মামলার অন্য চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আদিব আলী এ রায় দেন।  বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রাজ্জাক। দণ্ডপ্রাপ্তরা হলেন- ওসমান আলী ও রবিউল ইসলাম। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।  জানা যায়, ২০২০ সালের ১৪ জুলাই নিজ বাড়ি থেকে নিখোঁজ হন দিপালী দেব সিংহ। নিখোঁজের তিনদিন পর উপজেলার দক্ষিণ হলদীবাড়ী এলাকার তিস্তার চর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি মামলা করেন দিপালীর দেবর নির্মল দেব সিংহ। তদন্ত শেষে পুলিশ আদালতে রিপোর্ট দাখিল করলে আদালত দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন। এ বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, ‘মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপর চারজনকে খালাস দিয়েছেন আদালত।’ আরটিভি/এমকে
নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার  
গুদাম থেকে ২৫০ টন চাল গায়েব, অভিযুক্ত খাদ্য কর্মকর্তা গ্রেপ্তার
বন্ধুদের সঙ্গে মিলে প্রেমিকাকে ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৬
তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত
শেখ হাসিনার ওপর আল্লাহর গজব পড়েছে: দুলু
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ছাত্র-জনতা বা বিএনপির আন্দোলনে নয়, শেখ হাসিনার ওপর আল্লাহর গজব পড়েছে। সেই গজবে শেখ হাসিনা পালিয়ে গেছে। ছাত্র-জনতা বা বিএনপির আন্দোলন ছিল সেই গজবের উছিলা মাত্র। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধা অডিটরিয়াম হলরুমে বিএনপির এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসাদুল হাবিব দুলু বলেন, আওয়ামী লীগের চেয়ে জাতীয় পার্টি বড় অপরাধী। কারণ আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে গত ১৬ বছর সহযোগিতা করেছে জাতীয় পার্টি। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণাসহ বীরের মযার্দা দেয়া হবে। এ সময় তিনি আগামী দুর্গাপূজায় আওয়ামী লীগ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেদিকে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে কর্মিসভায় অন্যান্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মমিমুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, হাতীবান্ধা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
চোখের জলও শুকিয়ে গেছে নিহত সুজনের পরিবারের
শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর নতুন করে স্বাধীনতা পাওয়ার উল্লাস যখন চারদিকে, তখন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে ফেলেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নিহত সুজন হোসেনের পরিবার। জানা গেছে, পরিবারের সচ্ছলতা ফেরাতে বাড়ি ছেড়ে ঢাকার আশুলিয়ায় একটি গার্মেন্টসে চাকরি করতেন সুজন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে যোগ দিয়ে গত ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে তিনি গুলিবিদ্ধ হন। সহযোদ্ধারা তাকে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলেও সেখানে পৌঁছানোর আগেই তিনি মারা হন।  পরে ৬ আগস্ট সুজন হোসেনের মরদেহ গণস্বাস্থ্য হাসপাতাল থেকে তার নিজ গ্রামে নেওয়া হয়। সন্তানের মৃত্যুর খবরে পরিবারটি দিশেহারা হয়ে পড়ে। পুরো এলাকাজুড়ে শুরু হয় শোকের মাতম। ওইদিন বাদ আসর তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। পুলিশের গুলিতে নিহত সুজন হোসেনের গ্রামের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী গ্রামে। শহিদুল ইসলাম ও রিজিয়া বেগম দম্পত্তির একমাত্র পুত্র সন্তান তিনি।  তার শারীরিক প্রতিবন্ধী বাবা শহিদুল ইসলাম বর্তমানে কর্মহীন হয়ে পড়ে আছেন। একমাত্র উপার্জনক্ষম সুজন হোসেনের এমন মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। সুজনের বাবা শহিদুল ইসলাম বলেন, পাঁচজনের অভাবী সংসারের হাল ধরেছিল একমাত্র ছেলে সুজন। পুলিশের গুলিতে সেই ছেলে নির্মমভাবে নিহত হওয়ার পর পুরোপুরি থেমে গেছে সংসারের চাকা। ৬ আগস্ট ছেলের মরদেহ বাড়িতে আসার পর থেকে আজ পর্যন্ত খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের।  তিনি আরও বলেন, কম বয়সে সংসারের হাল ধরে দুই বোনের বিয়েও দিয়েছিল সুজন। বাড়িতে রয়েছে তার আরও একটি ছোট বোন। যৌতুকের টাকা দিতে না পারায় এক বোন তার সন্তানসহ আবার ফিরে এসেছে বাবার বাড়িতে।  এ অবস্থায় হতবিহ্বল মা-বাবা ও বোনদের পাশে স্থানীয় বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রতিবেশিরা। পাশাপাশি দেশের দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের সহযোগিতা পেলেও কিছুটা হলেও কষ্ট কমবে বিধ্বস্ত এই পরিবারের, এমনটাই মন্তব্য তাদের। 
ভারতে অবৈধ অনুপ্রবেশ, ৪ বাংলাদেশি নাগরিক আটক 
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জাওরানী সীমান্ত মেইন পিলার ৯০৯ এবং সাব-পিলার ৫ দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (১৩ জুলাই) জাওরানী সীমান্তের লোহাকুচি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।  জানা যায়, ১৫ বিজিবির জাওরানী সীমান্তের লোহাকুচি এলাকার সীমান্ত পিলার ৯০৯/৫ এসএস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর জাওরানী সীমান্ত দিয়ে গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারত থেকে ফেরত আসার সময় বিজিবির টহল দল ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জাওরানী গ্রামের আবু হানিফ মিয়ার ছেলে রায়হান মিয়া (১৯), হারুন মিয়ার ছেলে বাবু মিয়া (১৮), বালাই চন্দ্র বর্মণের ছেলে রবি চন্দ্র বর্মণ (২৫) ও  বিষাধু চন্দ্র বর্মণ। বিজিবি আসামিদের হাতীবান্ধা থানায় সোপর্দ করেছে।  ঘটনার সত্যতা স্বীকার করেছেন হাতীবান্ধা থানার ওসি সাইফুল  ইসলাম। তিনি বলেন, ‘আসামিরা থানায় রয়েছেন। রোববার আদালতে তাদের সোপর্দ করা হবে।’ 
হাতীবান্ধায় তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত 
ভারী বর্ষণ ও উজানের ঢলে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর পানি ক্রমেই বৃদ্ধি পেয়ে তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। যদিও এখনও পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচে রয়েছে। তিস্তায় পানি বাড়ায় আকস্মিক বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে জেলার নিম্নাঞ্চলের মানুষ। শনিবার (৬ জুলাই) দুপুরে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৫ মিটার। যা বিপৎসীমার মাত্র ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ। পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তার চরাঞ্চলগুলোর ঘরবাড়িতে পানি উঠতে শুরু করেছে। নদীর তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষজন বন্যা ও নদীভাঙন আতঙ্কে পড়েছেন। এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের ৮ থেকে ১০টি চর ও পার্শ্ববর্তী কালীগঞ্জ, আদিতমারী উপজেলার ১০ থেকে ১৫টি চর এলাকায় পানি উঠতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা বলেন, শনিবার সকাল থেকে পানি বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।  
হাতীবান্ধায় শতাধিক পরিবার পানিবন্দি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁই ছুঁই। নিম্নাঞ্চলের রাস্তাঘাট ডুবে পানিবন্দি শত শত পরিবার। রান্না-বান্নাসহ বিপাকে পড়েছেন এলাকাবাসী। পানি উঠেছে বিভিন্ন স্কুল মাঠেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ। বুধবার (১৯ জুন) তিস্তা ব্যারেজে বিকেলে পানির প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১.৮৬ সেন্টিমিটার, যা বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জানা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ও সানিয়াজান নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলের প্লাবিত হওয়ায় উপজেলার সানিয়াজান ইউনিয়নের রমনীগঞ্জ এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। ওই ওয়ার্ডের ইউপি সদস্য জালাল উদ্দিন বলেন, সানিয়াজান ব্রিজের সামনে যে কচুরিপানা জমা হয়েছে, তা পরিষ্কার না করার কারণে উজানে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে পানিবন্দি হয়েছে শতাধিক পরিবার। তাদের জন্য জরুরি শুকনো খাবার প্রয়োজন। হাতীবান্ধা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলামের মুঠোফোন একাধিক বার কল দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।
ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা, ২ পুলিশ সদস্য প্রত্যাহার
লালমনিরহাটের হাতীবান্ধায় ব্যবসায়ীকে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। নারায়ন বম্মর্ণ ও মামুন মিয়া নামে দুই পুলিশ সদস্য হাতীবান্ধা থানার আওতাধীন দোয়ানী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।  মঙ্গলবার (১১ জুন) মধ্যরাতে তাদের প্রত্যাহার করে হাতীবান্ধা থানায় নিয়ে আসা হয়। পরে লালমনিরহাট পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলার সাধুর বাজার এলাকার ভুট্টা ব্যবসায়ী হাসমত আলী জানান, মঙ্গলবার (১১ জুন) রাতে তিস্তা ব্যারেজ হয়ে পার্শ্ববতী ডিমলা উপজেলায় যাওয়ার পথে ফ্লাড বাইপাসের মাঝামাঝি অন্ধকারে তাকে পথরোধ করে দুই জন। এ সময় তার কাছে থাকা ৪৩ লাখ টাকাসহ একটি ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করেন ওই দুই ব্যক্তি। তখন হাসমত আলী চিৎকার শুরু করলে ওই দুই ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। এ সময় ওই এলাকার সাধারণ ব্যবসায়ীরা পুলিশ ফাঁড়ির সামনে জড়ো হন এবং লালমনিরহাট-নীলফামারী সড়কে বিক্ষোভ করতে থাকেন।   তিনি আরও জানান, খবর পেয়ে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশ ফাঁড়িতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। পরে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে দোয়ানি পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহারের ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়। রাতেই অভিযুক্ত পুলিশ সদস্য নারায়ন বম্মর্ণ ও মামুন মিয়াকে প্রত্যাহার করে দোয়ানী পুলিশ ফাঁড়ি থেকে হাতীবান্ধা থানায় নিয়ে আসা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত। তিনি জানান, অভিযোগের কারণে দুই পুলিশ সদস্যকে প্রতাহার করা হয়েছে।