• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

গুদাম থেকে ২৫০ টন চাল গায়েব, অভিযুক্ত খাদ্য কর্মকর্তা গ্রেপ্তার

হাতীবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২৪, ১৪:২১
ছবি : সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্য গুদাম থেকে প্রায় ২৫০ মেট্রিক টন চাল আত্মসাতের ঘটনায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

প্রায় তিন কোটি টাকার চাল আত্মসাতের ঘটনা ফাঁস হওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এদিকে ঘটনা তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার দুপুরের দিকে উপজেলার শুকানদিঘি বাজার এলাকার চাল ব্যবসায়ী একরামুল হকের গোডাউনে অভিযান চালিয়ে ৬০০ বস্তায় ৩০ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়। একই বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলামের গোডাউন থেকে কিছু সরকারি চালের বস্তা পাওয়া যায়। ওই দিন রাতে তুষভাণ্ডার এলাকার ব্যবসায়ী ইউনুস আলী আশরাফীর গোডাউনে অভিযান চালিয়ে কিছু বস্তা পাওয়া যায়। পরে তুষভাণ্ডার বাজারের একটি পেট্রল পাম্পে রাখা চালভর্তি একটি ট্রাক আটক করা হয়।

সেখানে পাওয়া যায় আরও সাড়ে ২৪ মেট্রিক টন সরকারি চাল। অন্যত্র পাঠাতে ব্যবসায়ী ইউনুস ট্রাকটি ভাড়া করেছিলেন বলে জানা যায়।

ট্রাকের মালিক শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার কাকিনার একটি অটো রাইস মিলে সাড়ে ২৪ টন চাল পাঠানোর কথা বলে তার ট্রাক ভাড়া করেন ব্যবসায়ী ইউনুস। পরে সেখানে না পাঠিয়ে রংপুরে পাঠানোর কথা বলেন তিনি।

বিষয়টি নিয়ে আমার সন্দেহ হলে ট্রাকটি পাম্পে রেখে ওই ব্যবসায়ীকে চালান দেওয়ার কথা বলি। এরই মধ্যে শুক্রবার রাতে প্রশাসন এসে চালগুলো জব্দ করে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম জানান, শুক্রবার অভিযান চালিয়ে উপজেলার শুকানদিঘি থেকে ৩০ মেট্রিক টন এবং ওই দিন রাতে অন্য এক অভিযানে সাড়ে ২৪ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো কাকিনা খাদ্য গুমামের হেফাজতে দেওয়া হয়েছে। বাকি চাল উদ্ধারে অভিযান চলছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ভোটমারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, থানায় করা মামলাটি বিধি অনুযায়ী দুদককে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ফেরদৌস আলমের কাছে চাল আত্মসাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি মানসিকভাবে বিপর্যস্ত, আমার মাথা ঠিক নেই বা কথা বলার অবস্থায় আমি নেই।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালমনিরহাটে ন্যায্য দাম না পেয়ে জমিতেই নষ্ট হচ্ছে ফুলকপি
শূন্যরেখায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ, বিজিবির বাধা 
হাতীবান্ধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
বুড়িমারী স্থলবন্দরে অবৈধ মালামালসহ ভারতীয় ট্রাকচালক আটক