• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
স্কাউটের সনদে শেখ হাসিনার স্বাক্ষর, শিক্ষকের প্রতিবাদ 
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কাব (শিশু স্কাউট) হলিডে অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই করা সনদ, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় এক শিক্ষক সনদে শেখ হাসিনার স্বাক্ষরের বিষয়টি সামনে এনে প্রতিবাদ জানালে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। তবে বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলছেন আয়োজক কমিটি। শনিবার জেলার আদিতমারী সরকারি গিরিজা সংকর উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী নানান আয়োজনে কাব হলিডে উদযাপন করা হয়। রোববার (২৭ অক্টোবর) বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেছেন আদিতমারী উপজেলা স্কাউটসের সভাপতি ও ইউএনও নূর-ই-ইলাহী। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে সনদ বিতরণ করেন জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।  এ সময় জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা খাতুন, উপজেলা স্কাউটসের সভাপতি ও ইউএনও নূর-ই-ইলাহী, ওসি আলী আকবরসহ জেলা ও উপজেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ১২০টি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটস দল অংশ নেয়। এ সময় জেলা স্কাউটসের পক্ষ থেকে তাদের বিভিন্ন খেলাধুলা, শিক্ষা প্রশিক্ষণ, মানবিক শিক্ষা দেয়া হয়। সবশেষে পুরস্কার বিতরণ করা হয়। জানা যায়, সনদগুলো ২০১৬, ২০১৮ ও ২০১৯ সালের। পদাধিকারবলে এই সনদগুলোতে তখনকার প্রধানমন্ত্রী সই করেন। কিন্তু এতদিন পর বিতরণ করতে গিয়ে এমন ভুলে শুরু হয়েছে নানান সমালোচনা।  অনুষ্ঠান শেষে সন্ধ্যার পরে ওবায়দুর রহমান নামে স্থানীয় এক শিক্ষক সনদ থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই নিয়ে প্রশ্ন তোলেন। এর বিরোধিতা ও প্রতিবাদ জানিয়ে ফেসবুকে তিনি লেখেন, ‘আদিতমারী উপজেলা স্কাউটস শনিবার যাদের ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়েছে, সেই সার্টিফিকেট ফ্যাসিবাদ আমলের। সইটি দেখবেন। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।’ এ বিষয়ে উপজেলা স্কাউটসের সভাপতি ও ইউএনও নূর-ই-ইলাহী বলেন, এটি সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত ভুল। কিছু সনদ দেওয়া হয়েছে যেগুলো আমাদের স্বাক্ষরিত। কিন্তু এর মাঝে ঢাকা থেকে আসা এসব সনদ ঢুকে পড়েছে। এগুলো পরিবর্তন করা হচ্ছে। জেলা প্রশাসক রকিব হায়দার বলেন, এটি আয়োজক কমিটির অনিচ্ছাকৃত ভুল। আমি সনদ বিতরণের সময় সেভাবে খেয়াল করিনাই। পরে বিষয়টি বুঝতে পেরে আমি আর সেই সনদ বিতরণ করিনাই। পুরাতন এসব সনদ আমরা ঢাকায় প্রেরণ করে নতুন স্বাক্ষরযুক্ত সনদ আবারও বিতরণ করা হবে। আরটিভি/এমকে
তিস্তায় ভেসে এলো অজ্ঞাত নারীর হাত বাঁধা মরদেহ
স্বামীকে হত্যার দায়ে স্ত্রী আটক
ইন্স্যুরেন্সের সাইনবোর্ড টাঙিয়ে অপকর্ম, প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিসিএস প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে জড়িত থাকায় আ.লীগ নেতা বহিষ্কার 
লাইফ ইনস্যুরেন্সের আড়ালে অসামাজিক কার্যকলাপ
আদিতমারীতে এনআরবি ইসলামিক লাইফ ইনস্যুরেন্স কোম্পানির নামে ব্যানার টাঙিয়ে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠানটি।   শুক্রবার (১২ জুলাই) বিকেলে লালমনিরহাট জেলার জোনাল ম্যানেজার এক প্রতিবাদলিপিতে তাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্নের প্রতিবাদ জানিয়েছেন। আর্থিক প্রতিষ্ঠানটি বলছে, সারাদেশে সুনামের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফ ইনস্যুরেন্স কাজ করে আসছে। লালমনিরহাট জেলাজুড়েও তাদের কার্যক্রমের ব্যাপ্তি থাকলেও আদিতমারী উপজেলায় তাদের কোনো কার্যালয় নেই। এ ছাড়াও অসামাজিক কার্যকলাপের দায়ে পুলিশের হাতে আটককৃতদের সংস্থাটি কখনো নিয়োগ দেয়নি।তাদের কোনো অনুমোদন নেই। আটককৃতদের কার্যকলাপের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তাই এমন ঘটনায় সংস্থাটির যোগসাজস নেই বলে দাবি করা হয়। যারা নাম ভাঙিয়ে এমন কার্যকলাপে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে প্রতিবাদলিপিতে। এ দিকে এনআরবি ইসলামিক লাইফ ইনস্যুরেন্স কোম্পানির টাঙানো সেই সাইনবোর্ড খুলে ফেলেছে কর্তৃপক্ষ। বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর শুক্রবার সকালে ভুয়া ওই কার্যালয় থেকে সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়।  এ বিষয়ে এনআরবি ইসলামিক লাইফ ইনস্যুরেন্স কোম্পানির লালমনিরহাট জোনাল ব্যবস্থাপক (এসভিপি) হাসান উল আজিজ বলেন, ‘আমাদের সারাদেশে কার্যক্রম রয়েছে। অনেকেই পলিসির টার্গেট পূরণ করে কমিশন নেন। কিন্তু আদিতমারীতে আমাদের কোনো কার্যালয় নেই বা অভিযুক্তদের আমরা নিয়োগও দিইনি। আমাদের নাম ভাঙিয়ে তারা অসামাজিক কার্যকলাপ করে আসছিল। এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান। 
লালমনিরহাটে ক্লাস চলাকালীন স্কুলে আগুন
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কেবি বালিকা বিদ্যালয় ও কলেজে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (১২ মে) দুপুরে ষষ্ঠ শ্রেণির শাখায় আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর একটার দিকে আকস্মিকভাবে ৬ষ্ঠ শ্রেণির দুটি ক্লাসরুমে আগুনের সূত্রপাত ঘটে। শ্রেণিকক্ষে আগুন দেখে শিক্ষর্থীরা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। এ সময় ওই শ্রেণিকক্ষ দুটিতে থাকা ১০টি ফ্যান, দরজা জানালাসহ আসবাবপত্র পুড়ে যায়। কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দুটির সবকিছু পুড়ে গেছে। আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আদিতমারী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, সংবাদ পাওয়া মাত্রই আমাদের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি।
স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যু
লালমনিরহাটে স্বামীর থাপ্পড়ে লাভলী বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী জোবায়েরকে (৪৫) আটক করেছে পুলিশ। বুধবার (১০ এপ্রিল) দুপুরে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের মোক্তারটারী গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, লাভলী বেগম ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। এদিন দুপুরে সংসারের বিষয় নিয়ে এ দম্পতির মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাসন করতে স্ত্রীকে থাপ্পড় মারেন জোবায়ের। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে লাভলী বেগমের মৃত্যু হয়। স্ত্রীর মরদেহ নিয়ে বাড়িতে ফিরে মরদেহের পাশে বসে কান্নায় ভেঙে পড়েন জোবায়ের। এরপর পুলিশ লাভলীর মরদেহ উদ্ধার করে এবং জোবায়েরকে আটক করে। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদউন নবী বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। নিহতের স্বামী জোবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে মো. লিটন মিয়া (২০) নামে একজন বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আহত যুবক লিটন মিয়া আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার মো. মোকছেদুল ইসলামের ছেলে। আহত অবস্থায় তিনি বিএসএফের হেফাজতে কুচবিহার জেলা সদরের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মোফাজ্জল হোসেন চৌধুরী জানিয়েছেন।   সীমান্ত সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২৬ মার্চ) আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে রাত ৩টার দিকে ভারতীয় একদল গরু ব্যবসায়ীর সহযোগিতায় বাংলাদেশি ৪০-৫০ জন যুবক গরু পাচার করে আনার চেষ্টা করলে ভারতীয় জলপাইগুড়ি-৭৫ বিএসএফ ব্যাটালিয়নের বারথার ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি ছুড়ে। এ সময় বিএসএফের গুলিতে মো. লিটন মিয়া (২০) নামের একজন বাংলাদেশি যুবক ঘটনাস্থলে আহত হন। পরে বিএসএফ তাকে গুরুতর আহত অবস্থায় আটক করে নিয়ে যায়। তাকে কুচবিহার জেলা সদরের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।   লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘বিএসএফের গুলিতে আহত যুবক লিটন মিয়াকে বিএসএফ কুচবিহারের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। বর্তমানে তার শারীরিক পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে।’ তিনি আরও বলেন, ‘মঙ্গলবার প্রথম প্রহর তথা রাত ৩টায় দিকে ৪০-৫০ জন গরু ব্যবসায়ী দূর্গাপুর সীমান্তে গেলে বিএসএফ তাদেরকে চলে যেতে বলে। এ সময় তারা উল্টো বিএসএফের ওপর চড়াও হয়। এক পর্যায়ে বিএসএফ আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। এতে লিটন মিয়া নামে একজন বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হন।’    
আদিতমারীতে ট্রাকের ধাক্কায় উল্টে গেল ট্রলি, নিহত ১ 
লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় ফরিদুল ইসলাম (২৮) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন।  রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার সাপ্টিবাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী।  নিহত ট্রলিচালক ফরিদুল ইসলাম হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাসিম বাজার এলাকার বাসিন্দা।  প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে আলুবোঝাই ট্রলি নিয়ে হিমাগারে যাচ্ছিলেন ট্রলিচালক ফরিদুল ইসলাম। সাপ্টিবাড়ি বাজারে পৌঁছালে বুড়িমারী থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক আলুর ট্রলিটিকে ধাক্কা দেয়।  এতে ট্রলিটি উল্টে গিয়ে সড়কের পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই ট্রলিচালক ফরিদুল ইসলাম নিহত হন। খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।  আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, নিহতের পরিবারের কোনো প্রকার অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।