লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় এলাকার হাতীবান্ধা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের স্ক্রিনে ‘আবার ফিরবে ছাত্রলীগ, জয়বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা প্রদর্শন করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) রাত ৮টায় ওই ক্লিনিকের ডিজিটাল সাইনবোর্ডে লেখাটি স্ক্রল হতে থাকে।
জানা যায়, উপজেলার মেডিকেল মোড় এলাকার হাতীবান্ধা ক্লিনিক এন্ড নার্সিং হোমের মূল ফটকে ডিজিটাল ব্যানারে হঠাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিয়ে একটি লেখা স্ক্রল হতে থাকে। সেখানে লেখা ছিল, ‘আবার ফিরবে ছাত্রলীগ, জয়বাংলা জয় বঙ্গবন্ধু’। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জামায়াতে ইসলামী এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ছুটে আসেন। সেখানে তারা এ ঘটনার প্রতিবাদ করেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এস