• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

লালমনিরহাটে গৃহবধূ হত্যা, দুজনের মৃত্যুদণ্ড

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২৪, ১৯:১১
লালমনিরহাটে গৃহবধূ হত্যা, দুজনের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় গৃহবধূ দিপালী দেব সিংহ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় মামলার অন্য চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আদিব আলী এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রাজ্জাক।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ওসমান আলী ও রবিউল ইসলাম। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০২০ সালের ১৪ জুলাই নিজ বাড়ি থেকে নিখোঁজ হন দিপালী দেব সিংহ। নিখোঁজের তিনদিন পর উপজেলার দক্ষিণ হলদীবাড়ী এলাকার তিস্তার চর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি মামলা করেন দিপালীর দেবর নির্মল দেব সিংহ। তদন্ত শেষে পুলিশ আদালতে রিপোর্ট দাখিল করলে আদালত দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন।

এ বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, ‘মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপর চারজনকে খালাস দিয়েছেন আদালত।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাটগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
লালমনিরহাটে চুরির অভিযোগে মারধর, ইজিবাইকচালক নিহত
লালমনিরহাটে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
রেললাইনে বসে আড্ডা, ট্রেনে কাটা পড়ে নিহত ৪